আফগানিস্তানের সাথে ম্যাচ জিতে বিশ্বকাপের সূচনা ভালো করলেও পরবর্তী ম্যাচগুলো টানা হেরে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে টিম বাংলাদেশ। সেমির আশা না বাঁচলেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটা।
সেই লক্ষ্যে আজ (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ ম্যাচে ২ জয় নিয়ে শ্রীলংকারও শেষ চারের হিসাব মিলানো খুব কঠিন। তবুও এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকার আশায়।
নিয়ম অনুযায়ী আয়োজক দেশসহ বিশ্বকাপের প্রথম আট দল পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ। বিশ্বকাপের ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত কেবল ১ জয় নিয়ে টেবিলের নয় নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২ জয় নিয়ে ৭ নম্বরে শ্রীলংকা।
বাংলাদেশের প্রধান কোচ হাতুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় এখনো সুযোগ আছে। আমরা যেমন খেলেছি আমরা তার চেয়েও ভালো দল। তবে বিশ্বকাপে এখনো নিজেদের সেরা ম্যাচটি খেলতে পারিনি। এমনকি সেরার ধারে কাছেও যেতে পারেনি। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ এখনো আছে বলে মনে করি।’
একই লক্ষ্য শ্রীলংকারও। রবিবার লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘ আমরা একদমই ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য আমরা আত্মবিশ্বাসী। আগামীকালের (সোমবার) ম্যাচে ভালো করে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে যেতে চাই।’
তাই বলাই যায় দিল্লিতে আজকের ম্যাচটি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাব মিলানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচ হবে দুই দলের জন্যই।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা বাফুফের
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৩/এসএস/এজে