Connect with us
ক্রিকেট

সিরিজে টিকে থাকতে আজ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। ছবি- ক্রিকইনফো

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে টেস্ট সিরিজে মাঠে নেমেছিল সফরকারীরা। তবে স্বাগতিক ভারতের কাছে রীতিমত ধবলধোলাই খেয়ে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।

সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে শান্ত বাহিনী। প্রথম ম্যাচে ভারতের কাছে কোন প্রকার পাত্তাই পায়নি টাইগাররা। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি খেলতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা।

আজ বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরমেটের এই খেলা। এটি মূলত টাইগারদের জন্য সিরিজের টিকে থাকার লড়াই। আজও পরাজয় বরণ করলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ হারবে শান্ত-হৃদয়রা।

এর আগে ভারতের মাটিতে সবশেষ ২০১৯ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ। যেখানে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আরও পড়ুন:

» ভারত সিরিজের পূর্বে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে

» মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানিয়েছে ফরচুন বরিশাল ও সতীর্থরা

তবে অতীতের সেই ইতিহাস থেকে খুব একটা আত্মবিশ্বাস নেয়ার সুযোগ নেই বাংলাদেশের জন্য। কেননা পরের দুই ম্যাচে হেরে সেই সিরিজ হাতছাড়া করেছিল টাইগাররা। এছাড়া সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ।

তবে প্রথম ম্যাচের ভুল শুধরে আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শান্ত বাহিনী। সিরিজের প্রথম ম্যাচ হারালেও টাইগার একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে গোয়ালিয়রে ব্যর্থ ওপেনার পারভেজ হাসান ইমনকে টিম ম্যানেজমেন্ট চাইলে একাদশ থেকে পরিবর্তন করে দলে ফেরাতে পারে তানজিদ হাসান তামিমকে।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট