আজ ফের মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মহারণ। দ্বিতীয় সেমির দ্বিতীয় লেগে এমবাপ্পেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রাতে মুখোমুখি হবে পিএসজি-বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত ১ টায়। প্রথম লেগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ১-০ গোলে হেরেছিল ফরাসি জায়ান্টরা।
পিএসজির জন্য আজ তাই জয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে প্রথম লেগে জয়ী দল ডর্টমুন্ডের আজকে ড্র করলেই চলবে। আজ সেমির বাঁধা টপকাতে পারলেই দীর্ঘ ১১ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে জার্মান জায়ান্টরা। ১১ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেবার চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল মার্কো রয়েসদের।
তবে এগিয়ে থাকলেও প্যারিসের মাঠে কাজটা যে মোটেই সহজ হবে না সেটা ডর্টমুন্ড ম্যানেজার এডিন টেরজিচ খুব ভালো করেই জানেন। মেসি-নেইমার-রামোসদের নিয়ে তারকা বহুল সেই আগের পিএসজি এখন আর নেই। কিন্তু বর্তমানে ফরাসি চ্যাম্পিয়নরা খুব ভারসাম্যপূর্ণ এক দল। বিশেষ করে রক্ষণভাগ ও মাঝমাঠে। আর এমবাপ্পে-ডেম্বেলেকে নিয়ে গড়া আক্রমণভাগ তো ইউরোপের যে কোন দলের রক্ষণের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট।
যদিও সিগনাল ইদুনায় প্রতিপক্ষের গোলপোস্টে মোট ১৪ টি অন টার্গেট শট করেও গোল বঞ্চিত ছিল পিএসজি। ইউসিএলে এতগুলো শট অন টার্গেটে রেখে গোল না পাওয়া একমাত্র দল তারা। তাই আজকের ম্যাচে জয় ছাড়া উপায় নেই প্যারিসিয়ানদের।
অপরদিকে ডর্টমুন্ডের প্যারিসের মাঠে রেকর্ড মোটেই সুখকর নয়। পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এখনো জয়হীন তারা। আর গ্রুপপর্বে দুই দলের দেখায়ও পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলে হারতে হয়েছিল মার্কো রয়েসদের। তাই মাত্র এক গোলের ব্যবধান নিয়ে ডর্টমুন্ডও স্বস্তিতে থাকতে পারছে না।
তার উপর চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন এমবাপ্পে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পার্ক দে প্রিন্সেসে ৩১ ম্যাচে এমবাপ্পের গোল ২১ টি। তাই এমবাপ্পেকে নিয়েও বাড়তি সতর্ক থাকতে হচ্ছে জার্মানদের। তার উপর তাদের ডাগ আউটে আছেন ট্রেবল জয়ী কোচ লুইস এনরিকে।
তাই ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্বপ্ন পূরণ করতে আজ অসাধ্যকেই সাধন করতে হবে বরুশিয়া ডর্টমুন্ডকে।
আরও পড়ুন: ফুটসাল র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কততম স্থানে?
ক্রিফোস্পোর্টস/৭মে২৪/এমএস/বিটি