দীর্ঘদিন যাবত গোড়ালির ইনজুরিতে জাতীয় দলের বাইরে রয়েছে ভারতের তারকা ক্রিকেটার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের মাঝে চোট পেয়ে গোটা আসর থেকেই ছিটকে পড়েন তিনি। শঙ্কা ছিল আসন্ন আইপিএলে তার খেলা নিয়ে। তবে সে বিষয়ে ধোঁয়াশা অনেকটা কাটিয়ে দিচ্ছে বিসিসিআই সূত্রের খবর।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইনজুরিতে পড়েন হার্দিক পান্ডিয়া। লিটন দাসের করা ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গেলে গোড়ালিতে চোট পান তিনি। জানা যায় হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার। এরপর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তিনি। অনিশ্চয়তা জেগেছিল তার আইপিএল খেলা নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে দুশ্চিন্তা বাড়ে পান্ডিয়াকে দলে ভিড়িয়ে অধিনায়ক করার পর তার এমন চোটের ঘটনায়।
তবে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের দাবি, হার্দিক পান্ডিয়ার পুরোপুরি সুস্থ হতে আইপিএল পর্যন্ত সময় লাগার কথা নয়। আসন্ন আইপিএলেই ফিট হয়ে ফিরে আসবেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এমনকি এর আগে আফগানিস্তান সিরিজেও খেলতে পারেন তিনি।
বোর্ডের সূত্র আরও বলছে, হার্দিকের পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে বিসিসিআই। চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছে। আফগানিস্তান সিরিজ়ের আগেও হার্দিক সুস্থ হয়ে উঠতে পারেন। তবে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে আইপিএলের আগে হয়তো কোন প্রকার ঝুঁকি নিতে চাইবে না ভারতীয় বোর্ড।
আরও পড়ুন: পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে খেলা (২৫ ডিসেম্বর ২৩)
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৩/এসএফ/এজে