Connect with us
ক্রিকেট

ভারতের ইতিহাস গড়া ঠেকাতে পারবে নিউজিল্যান্ড?

IND vd NZL
ব্যাঙ্গালুরু টেস্ট জমিয়ে তুলেছে ভারত, জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড। ছবি- ক্রিকইনফো

ব্যাঙ্গালুরু টেস্টে ইতিহাস গড়ার স্বপ্ন জাগিয়েও নিউজিল্যান্ডকে ছোট্ট টার্গেট দিয়েছে ভারত। আর এই ইতিহাস গড়তে যাওয়া ভারতকে ঠেকাতে হলে ১০৭ রানের লক্ষ্য পেরোতে হবে সফরকারী নিউজিল্যান্ডকে। হাতে সময় আছে পুরো একটি দিন। 

সরফরাজ খানের সেঞ্চুরি এবং ঋষভ পন্তের নার্ভাস নাইটিজে দুর্দান্ত ক্যামব্যাক, ব্ল্যাকক্যাপসদের বড় টার্গেট দেয়ার সম্ভাবনাই জাগিয়েছিলো। কিন্ত ৫৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৬২ রানে আলআউট হয়েছে ভারত। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলেও বৃষ্টিতে খেলা হয়নি।

আবহাওয়া হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় খেলা বন্ধ হয়। ছবি- ক্রিকইনফো

আবহাওয়া হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় খেলা বন্ধ হয়। ছবি- ক্রিকইনফো

প্রথম ইনিংসে ৫০ এর নীচে স্কোরে অলআউট হয়েও, টেস্ট জয়ের নজির একবারই আছে ক্রিকেট ইতিহাসে। প্রায় দেড়শ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলে ইংল্যান্ড। ব্যাঙ্গালুরু টেস্টে সরফরাজ খান এবং ঋষভ পন্তের দারুণ ব্যাটিংয়ে সেই সম্ভাবনা জাগিয়েছিলো ভারত। কিন্তু মাত্র ৫৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে, দারুণ এক ইতিহাস গড়ার অপমৃত্যুই কি ঘটিয়েছে স্বাগতিকরা? ৩ উইকেট হারিয়ে ২৩১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত।

আরও পড়ুন:

» আফ্রিকা সিরিজে সাকিবের অনুপস্থিতি নিয়ে যা বললেন নতুন কোচ

» ক্যালিস ও সাকিব একই ধরনের খেলোয়াড়, যা বললেন প্রোটিয়া কোচ

চতুর্থ দিনে সরফরাজ খান ও ঋষভ পন্তের ১৭৭ রানের জুটিতে শুধু লিড নয়, বড় টার্গেট দেয়ার আশাও জাগায়। সরফরাজের আউটে চতুর্থ উইকেটএর পতন ঘটে ৪০৮ রানে। কিন্তু নিউজিল্যান্ড নতুন বল নিলে, ভারত আর ৫৪ রান যোগ করেই ৪৬২ রানে অলআউট হয়েছে!

RISHBH SARFARAZ

১৭৭ রানের জুটি গড়ে ভারতকে এগিয়ে নেন সরফরাজ-পন্ত। ছবি- ক্রিকইনফো

সরফরাজ তার প্রথম টেস্ট সেঞ্চুরি করে ১৫০ রানে আউট হয়েছেন। এরপরই নার্ভাস নাইটিজের শিকার হয়ে উইলিয়াম ও’রুর্কির বোলিংয়ে পন্ত বোল্ড হয়েছেন ৯৯ রানে। এ নিয়ে সপ্তমবার টেস্টে নব্বইয়ের ঘরে আউট হলেন ভারতের এই বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। তারপরই তাসের ঘরের মত ভেঙ্গেপড়ে ভারতের ইনিংস। এরআগে ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪০২ রান করেছে নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট