Connect with us
ক্রিকেট

আফ্রিকা সিরিজে সাকিব কি খেলতে পারবেন? যা বললেন আসিফ

shakib al hasan and asif mahmud
সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশের মাটিতে সাকিব আল হাসান লাল বলের ক্রিকেটকে বিদায় দিতে পারবে কি-না এ নিয়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে নানান আলোচনা। নিরাপত্তার ইস্যুর কারণে দেশে আসতে পারছেন না তিনি। নিরাপত্তা নিশ্চিত হলে দেশের মাটিতেই সাদা জার্সি শেষ বারের মত গায়ে জড়াতে পারবেন সর্বকালের সেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের আগে সব কিছু খতিয়ে দেখতে আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।পর্যবেক্ষণের পর সাংবাদিকদের এবারের বিপিএলের সম্পর্কে বিভিন্ন কথা বলেন তিনি।

এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ করা নিয়ে কথা উঠলে নিজের মতামত পোষণ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন,’ আমার মনে হয়, সাকিবের দেশে আসা বা দেশত্যাগ করার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ভালো বর্ণনা দিতে পাররে। আমি আইন সম্পর্কে ভালো বুঝি না বা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’

আরও পড়ুন: নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশের এশিয়া কাপ দল ঘোষণা

এরপর সাংবাদিকেরা আসিফ মাহমুদকে প্রশ্ন করেন আইন মন্ত্রণালয়ের সঙ্গে সাকিবের ইস্যু নিয়ে কথা হয়েছে কি-না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন,’ আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার বলেছেন কোনো প্রমাণ বা সত্যতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, তা থেকে নাম বাদ পড়ে যাবে।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে গ্রাফিতি হয়েছে। এ সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘ রাষ্ট্রের দিক থেকে প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আর এই নিরাপত্তা রাষ্ট্র দিবে। ক্রিকেট দলেরও নিরাপত্তা রাষ্ট্র দিবে৷ সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা বিষয় অবশ্যই আছে। যেহেতু একটা বড় আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি নিশ্চিতভাবেই বলেছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা আলাদা বিতর্ক।’

এদিকে আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে প্রোটিয়ারা। এ ম্যাচ খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট