Connect with us
ক্রিকেট

সাব্বিরকে দলে না রাখার কারণ জানাল ক্যাপিটালস

খালেদ মাহমুদ সুজন এবং সাব্বির রহমান। ছবি- সংগৃহীত

জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন একাধিক ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছিল এবারের বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খানের গড়া এই দলের নেতৃত্বে আছেন থিসেরা পেরেরা। মিরপুরের মাঠেও টুর্নামেন্টের শুরু থেকে দেখা যাচ্ছে রানের ফোয়ারা। তবে সেখানে এখন পর্যন্ত এবার জয়ের দেখাই পায়নি ঢাকা ক্যাপিটালস।

বিপিএলের প্রথম ঢাকা পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছে লিটন-মুস্তাফিজরা। যেখানে প্রতিটি ম্যাচেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে তাদের। দলের সামগ্রিক ব্যাটিং পারফরম্যান্সের ব্যর্থতার কারণে নিজের সঠিক ভাবে মেলে ধরতে পারছে না ক্যাপিটালসরা। আর এমন পরিস্থিতিতেও দলের মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমানকে না খেলানোয় ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা।

এবার সাব্বির রহমানকে একাদশে না রাখার কারণ পরিস্কার ভাবে জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। মূলত শৃঙ্খলাজনিত কারণে তাকে দলে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অবশ্য সিলেট পর্ব থেকে সাব্বিরকে দলে পাওয়ার আশাও দেখছেন সাবেক এই টাইগার ক্রিকেটার।

আরও পড়ুন:

» বিপিএলের মাঝ পথে দলের শক্তি বাড়াল ঢাকা ক্যাপিটালস

» মাইলফলক স্পর্শে ১ রানের আক্ষেপ, দীর্ঘায়িত হলো অপেক্ষা

আজ দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন জানান, ‘সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসে নাই। যার জন্য এটা একটা দলীয় সিদ্ধান্তের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসে নাই এজন্য এটা সম্পূর্ণ একটা শৃঙ্খলা ইস্যু।’

সিলেট পর্বের ম্যাচগুলোতে এই টাইগার ক্রিকেটারকে দলে পাওয়া যাবে বলে আশা করেন তিনি, ‘সাব্বির অবশ্যই ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি যে কালকে ম্যাচ থেকে ওকে খেলাতে পারব। তার অভিজ্ঞতাটা কাজে দিবে, আমি বিশ্বাস করি। সাব্বিরের দলে থাকাটা আমাদের জন্য ভালো হবে, অনেকে বলছে কেন আমি তাকে খেলাচ্ছি না। কারণটা আমি জানিয়ে দিলাম।’

এদিকে নিজেদের ব্যাটিং সক্ষমতা বাড়াতে এরই মধ্যে ঢাকা ক্যাপিটালস আজ দলে যুক্ত করেছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। এই ব্যাটিং অলরাউন্ডার দলে আসায় মিডল অর্ডারে শক্তি বাড়বে ক্যাপিটালসদের। তবে অনেকে মনে করছেন মোসাদ্দেক দলে ঢোকায় একাদশে জায়গা পাওয়া কঠিন হতে পারে সাব্বিররের জন্য। কারণ দুজনে অনেকটা একই পজিশনে ব্যাটিং করে থাকেন।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট