চোট নিয়েই মাঠে নেমে গত আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পঞ্চম শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন ক্যাপ্টেন কুল। এরপরই সবচেয়ে বেশি আলোচনায় ছিল—ধোনি আগামী আসর খেলবেন কিনা? সব ভাবনার অবসান করে রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিনে মাহিভক্তদের জন্য এসেছে সুখবর। আছেন ক্যাপ্টেন কুল, হলুদ জার্সিতেই মাতাবেন আইপিল।
রবিবার (২৬ নভেম্বর) ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমার শেষ দিন। এদিন চেন্নাই সুপার কিংসের লিস্টে দেখা গেছে ধোনির নাম।
জানা গেছে, ২০২৪ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন আইপিএলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ধোনির সম্ভাব্য শেষ আইপিএলে তাকে নেতৃত্বে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
ভারতের ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যায়—২০২৪ আইপিএলে সিএসকের নেতৃত্বভার যেতে পারে তরুণ তুরকি ঋতুরাজ গায়কোয়াড় কাঁধে।
অপরদিকে আসন্ন আইপিএলের আগে মোট ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলটি।
যাদের ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস :
বেন স্টোকস, আম্বাতি রাইডু, কাইল জেমিসন, ভগত বর্মা, ডোয়েন প্রিটোরিয়াস, সিসান্দা মাগালা, আকাশ সিং এবং সুভ্রাংশু সেনাপতি।
চেন্নাই যাদের রেখে দিয়েছে :
সিএসকের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬। তাদের মধ্যে বিদেশি ৪ জন এবং দেশি ১২ জন ক্রিকেটার আছেন। তারা হলেন; ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, তুষার দেশপান্ডে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, মুকেশ বরুণ, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, অজয় মন্ডল, মুকেশ চৌধুরি, সিমরজিৎ সিং, শেখ রশিদ, মিচেল স্যান্টনার।
বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতজুড়ে শুরু হয়ে গেছে আসন্ন আইপিএল নিয়ে উন্মাদনা। আমিরাতের দুবাইয়ে আগামী ১৯ ডিসেম্বর আইপিএল-২০২৪ এর নিলাম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এবার টাইম আউটের শিকার পাকিস্তানের শোয়েব মাকসুদ
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এমএস/এসএ