Connect with us
ক্রিকেট

জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

nepal vs bangladesh u19 asia cup
টানা দুইম্যাচ জিতে একম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল জুনিয়র টাইগাররা। এবার দ্বিতীয় ম্যাচেও নেপালকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখলো বাংলাদেশ। এতে করে টানা দুইম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে নেপালের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ৪৫ ওভার ৪ বলে ১৪১ রানে গুটিয়ে যায় নেপালের ব্যাটিং লাইনআপ। দলীয় ৫০ রানের আগেই হারায় ৩ উইকেট।

অন্যদিকে ক্রিজের একপ্রান্ত আগলে রেখে নেপালের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি।


আরও পড়ুন :

» আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেই যা বললেন জয় শাহ

» ক্রিকেটে বোলিং অ্যাকশন কি, চাকিং যে কারণে মানা

» সাকিবের চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন ফারুক


এছাড়াও উত্তম মাগার ও আভিষেক তিওয়ারিরা শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ২৯ রান করে। এতে করে নেপালের ইনিংস থেমেছে ১৪১ রানে।

দলের হয়ে দুটি করে উইকেট তুলে নেন আল ফাহাদ, রিজান হোসেন এবং ইকবাল হোসেন ইমন।

এছাড়াও অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ৪ ওভার বল করে ১৫ রান খরচায় ১টি উইকেট তুলে নেন।

bangladesh vs nepal

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ছবি- সংগৃহীত

১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগার যুবারা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য (০) রানে সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। কিন্তু শুরুতে আর কোনো বড় বিপর্যয় ঘটতে দেয়নি অধিনায়ক তামিম ও আরেক ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেট জুটিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার।

ব্যক্তিগত ৫৯ রানে আবরার ফিরলেও দল ততক্ষণে শক্ত অবস্থানে পৌঁছে গেছে। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

গতম্যাচে সেঞ্চুরি করার পর এই ম্যাচেও তুলে নেন হাফসেঞ্চুরি। ৫২ রানের অধিনায়কোচিত ম্যাচ খেলে দলকে নিয়ে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে।

আগামী ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে আফগানিস্তানকে হারিয়ে ইতোমধ্যেই শ্রীলঙ্কাও নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনুর্ধ্ব-১৯ : ১৪১/১০ (৪৫.৪)
টার্গেট : ১৪২ (৫০)
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ : ১৪২/৫ (২৮.৪)
ফলাফল : ৫ উইকেটে জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট