Connect with us
ক্রিকেট

ম্যাচ হারে যে কারণ খুঁজে পেলেন অধিনায়ক মিরাজ

Bangladesh vs West Indies miraz
বাংলাদেশের বোলাররা দলের হার ঠেকাতে পারেননি। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভালো হয়নি বাংলাদেশের। তিনশ ছুঁইছুঁই স্কোর গড়েও হারতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

অথচ ২৯৪ রানের স্কোর গড়ে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ছিল টিম বাংলাদেশ। এছাড়া ওপেনিং থেকে ফিনিশিং—কম বেশি সবার ব্যাটেই রান এসেছে। চারটি হাফ সেঞ্চুরি ও একটি অর্ধশতক ছুঁই ছুঁই দিয়ে গড়া দিনটি যে বাংলাদেশের না, কে আন্দাজ করেছিল।

নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদি মিরাজ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি করে উইকেট পেলেও দলের হার ঠেকাতে পারেননি।


আরও পড়ুন :

» সাদা বলে শুরুটা ভালো হলো না মিরাজদের, বিফলে চারটি হাফ সেঞ্চুরি

» বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (৯ ডিসেম্বর ২৪)


ম্যাচ শেষে হারের কারণ খুঁজে পেয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। তবে প্রতিপক্ষ দলের ক্রিকেটার হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তাদের জুটিতে ম্যাচটা আমাদের হাত থেকে চলে যেতে থাকে। বোলাদের জন্যও দিনটা কঠিন ছিল।’

মিরাজ বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। নাহিদ, তাসকিন ও তানজিম খুব ভালো বোলিং করেছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আমাদের ব্রেক থ্রু দরকার ছিল, তখন আমরা ভালো বোলিং করতে পারিনি। তবে ওরা ভালো খেলেছে।’

রোববার সেন্ট কিটসের মাটিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচে নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলে টাইগাররা। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভারে ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ।

তিনশ ছুঁই ছুঁই রানের বড় স্কোর বিফলে গেছে এদিন টাইগার বোলারদের নিষ্প্রভ বোলিং এর কারণে। শাই হোপ ও কেসি কার্টিদের ঝড় থামাতে বড্ড দেড়ি হয়ে গেছে। মিরাজের ঘূর্ণিতে হোপ ৮৬ রানে থামলেও প্রতিপক্ষের রানের চাকা থামেনি। রাদারফোর্ড এর ঝড়ো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন নাহিদ-তানজিমরা। ৮০ বলে ১১৩ রান করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই মিডল অর্ডার ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২৯৪/৬ (৫০)
ওয়েস্ট ইন্ডিউজ : ২৯৫/৫ (৪৭.৪)
ফলাফল : ৫ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিউজ।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট