তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে বাংলাদেশ দল। যেখানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় আজ (শুক্রবার) রাতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে মিরাজের।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকের দিনে আরও একটি কীর্তি গড়তে যাচ্ছে মিরাজ।এই দিন বাংলাদেশের জার্সিতে টেস্টে ৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মিরাজ।
অ্যান্টিগায় গতকাল (বৃহস্পতিবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। এসময় সংবাদকর্মীরা মিরাজের কাছে এমন অনন্য কীর্তির অনুভূতি জানতে মিরাজ বলেন, ‘এটা আমার জন্য সত্যিই খুব আনন্দের। দেশের হয়ে টেস্টের মতো আভিজাত্যপূর্ণ ফরম্যাটে ৫০ টি ম্যাচ খেলতে পারা ভাগ্যের ব্যাপার। এখন একটাই লক্ষ্য যেন এত বড় প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে পারি।’
আরও পড়ুন:
» আইপিএল-২০২৫ এর পর্দা উঠবে কবে জানাল বিসিসিআই
» বাংলাদেশের ক্রিকেটে কে এই নতুন তামিম
» অ্যান্টিগা টেস্টে মিরাজের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেছে ২০২২ সালে। সেই বার ২ ম্যাচের সব কয়টিতেই হেরে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার নতুন কিছু করতে আত্মবিশ্বাসী মিরাজ।
এ বিষয়ে মিরাজ বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। আমার চার বছরে এখানে মাত্র ২ টা ম্যাচে খেলেছি। কিন্তু আমরা সেবার প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এবার আমাদের লক্ষ্য থাকবে সবাই মিলে পারফর্ম করে দেশকে জয় উপহার দেওয়া।’
উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে ২ টি টেস্ট, ৩ টি ওডিআই এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এসআর/বিটি