সম্প্রতি ক্রিকেটে সময়টা বাংলাদেশের জন্য খুব একটা ভালো যাচ্ছিল না। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতায় আটকে ছিল টাইগাররা। এবার প্রায় দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে আফগান সিরিজের প্রথম ম্যাচেই কুপোকাত হলো বাংলাদেশ। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় পরাজয় দেখল শান্তবাহিনী।
এদিন ম্যাচের অনেকটা সময় পর্যন্তই জয়ের জন্য ফেভারিট ছিল বাংলাদেশ। শারজায় ম্যাচে আগে ব্যাট করে ২৩৫ রাম তুলতে সক্ষম হয় আফগানিস্তান। জবাব দিতে নেমে ১২০ রান পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছিল ২ উইকেট হারিয়ে। তবে এরপরই বিপর্যয়ে পড়ে টাইগাররা। আর মাত্র ২৩ রান তুলতে বাকি ৮ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এমন পরাজয়ের পর ম্যাচ শেষে সম্প্রচারকারী মাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তিনি ব্যর্থতার কারণ হিসেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা জানান। এমনকি নিজের উইকেট হারানোকে দায় দিয়ে বড় ইনিংস খেলা উচিত ছিল বলে মনে করেন শান্ত।
ভালো না করলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি তিনি, ‘আমি প্রথম ১৫-২০ ওভার ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহিদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।’
আরও পড়ুন:
» বাংলাদেশকে একাই কুপোকাত করা কে এই গজনফর?
» সাকিবের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ
শান্ত মনে করেন তার ইনিংস আরো বড় করা উচিত ছিল। নিজের উইকেট হারানোকেই ম্যাচের টার্নিং পয়েন্ট ভাবছেন তিনি, ‘আমি মনে করি আমার উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। আমি উইকেটে সেট ছিলাম, বড় ইনিংস খেলার দরকার ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু আজ আমাদের দিন ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।’
অবশ্য এদিন ম্যাচে টাইগার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৪৭ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকেই। এছাড়া সৌম্য সরকার খেলেছিলেন ৩৩ রানের একটি ইনিংস। আর মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৮ রান। এরপর আর তেমন কেউ করতে পারেননি বলার মত তেমন কিছুই। এতে ৯২ রানে প্রথম ওয়ানডে হারে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/এফএএস