Connect with us
ক্রিকেট

২৫ বলে ১৭ রানের সমীকরণে ব্যর্থ, যা বললেন অধিনায়ক সোহান

Nurul Hasan Sohan after global super league 1st match
রংপুরের অধিনায়ক সোহান। ছবি- রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। ব্যাটিং বোলিং উভয় বিভাগে দারুন করে জয়ের পথ অনেকটাই সহজ করে রেখেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। তবে শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় জেতা ম্যাচ সুপার ওভারে গিয়ে হারতে হয়েছে রংপুরকে।

এদিন জ্যাক চেপলের ভালো বোলিংয়ে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল হ্যাম্পশায়ার। ছোট লক্ষ্যের জবাবে ভালো শুরু এনে দিয়েছিলেন সৌম্য সরকার। মাঝে সোহান ও খুশদিল শাহ দলকে জয়ের কাছে নিয়ে গেলেও ফিনিশিং দিতে ব্যর্থ লোয়ার অর্ডাররা। শেষ দিকে ৬ উইকেট হাতে থাকতেও ২৫ বলে ১৭ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা।

শেষ চার ওভারে কোন বাউন্ডারি মারতে না পারার পাশাপাশি দুটি রান আউটের শিকার হয় রংপুর। সব মিলিয়ে ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক সোহান। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য বেশ হতাশাজনক। ভালো একটা সুযোগ ছিল টুর্নামেন্টটা দারুন ভাবে শুরু করার। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি।’

শুরুতে ভালো করলেও শেষ দিকে ফিনিশিং দিতে না পারার কথাটাও উল্লেখ করেছেন তিনি, ‘প্রথম ১০ ওভার শেষে আমরা ভালো অবস্থানে ছিলাম। আর ১৫ ওভার পরে জয়ের অনেকটা কাছেই পৌঁছে গিয়েছিলাম। তবে এরপর আর অর্জনটা ধরতে পারিনি। আমার কাছে মনে হয় সে সময়ের রান আউট দুটিও ম্যাচ হারের একটা কারণ।’

আরও পড়ুন:

» নাম, জন্মদিন, জন্মস্থান– সবই এক! ক্রিকেট বিশ্বে অবাক করা ঘটনা

» চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল রিয়াল, ১৫ বছর পর লিভারপুলের কাছে হার

নিজেদের ব্যর্থতার পাশাপাশি গায়ানার উইকেট নিয়েও কথা বলেছেন সোহান। তিনি বলেন, উইকেট কিছুটা ট্রিকি ছিল। তাই ব্যাটারদের উইকেটের দিকেও মনোযোগ রাখতে হচ্ছিল। সেখানে বল মাঝেমধ্যেই নিচু হয়ে যাচ্ছিল। তবে ব্যাটে বলে মোটামুটি ভালই হচ্ছিল সবার।’

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ক্লাব নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই গ্লোবাল টুর্নামেন্ট। যেখানে গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলার আগ্রহ না দেখানোয় সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে গিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেনি তারা।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট