Connect with us
ক্রিকেট

অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলে না : শান্ত

Najmul Hossain Shanto_Press Conference
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না এই টপ অর্ডার ব্যাটার। অনেকে মনে করছেন, তিন ফরম্যাটে দায়িত্বের চাপ সামলাতে গিয়েই শান্তর ব্যাটিংয়ে ছন্দপতন হয়েছে। তবে শান্ত বলছেন, অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলছে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এই তিন সিরিজের কেবল একটি অর্ধশতক রয়েছে তার। ঘরের মাঠে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ৪ ইনিংসে ১৮.৭৫ গড়ে ৭৫ রান করেছেন এই ব্যাটার। ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে বেশ সমালোচিত হচ্ছেন এই টাইগার কাপ্তান। এমনকি অনেক ক্রিকেট ভক্তরা তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছে।

এমন আলোচনা সমালোচনার মাঝেই সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন শান্ত। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছিল ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই অধিনায়ত্ব ছেড়ে দিতে চান শান্ত।

আরও পড়ুন:

» এ আনন্দ প্রথম ট্রফি জেতার মতোই: সাবিনা

» সাবিনাদের উল্লাসের দিনে শান্তদের লজ্জার হার! 

তবে এবার শান্তর কণ্ঠেও শোনা গেল ভিন্ন সুর। তিনি বলছেন, ‘অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বাংলাদেশ দলপতি। তিনি বলেন, আমি যখন ব্যাট করি তখন মনেই হয় না আমি অধিনায়ক। আমি শুধু বল দেখি আর খেলি। ব্যাট করার সময় অধিনায়কত্ব আমার ওপর কোনো প্রভাব ফেলে না।’

শান্তর এমন মন্তব্যে অনেকটা স্পষ্ট যে, তিনি অধিনায়ক হিসেবেই থাকছেন। তাছাড়া গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। শান্তর পক্ষ থেকে সরাসরি তাকে কিছুই জানানো হয়নি। তবে চট্টগ্রামে কোচ ও দলের সঙ্গে তার আলোচনা করার কথা রয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট