Connect with us
ফুটবল

কারাবাও কাপ: চ্যাম্পিয়ন লিভারপুল কত টাকার প্রাইজমানি পেল?

The Carabao Cup Final
কারাবাও কাপে চেলসিকে হারিয়ে দশম শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। ছবি- সংগৃহীত

দলে ছিল না সেরা তারকা মোহাম্মদ সালাহ৷ তুলনামূলক অনভিজ্ঞ ও আনকোরা দল নিয়েই লিগ কাপের ফাইনাল খেলতে নামে লিভারপুল৷ কিন্তু তাতেও জয়রথ থামানো যায়নি অলরেডদের৷ ইংলিশ লিগ কাপ তথা কারাবাও কাপের ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিভারপুল। এ নিয়ে টুর্নামেন্টের দশম শিরোপা জিতল অলরেডরা৷

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন দুই দলের লড়াই হয় সমানে সমান৷ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও গোল হয়নি কোনো দলের৷ পরবর্তীতে ম্যাচের ১১৮ মিনিটে এসে চেলসির প্রতিরক্ষার দেয়াল ভেঙে গোল পায় লিভারপুল। দলটির অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের হেড থেকে গোলে এগিয়ে যায় লিভারপুল৷ যা ম্যাচের একমাত্র গোল৷ শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি চেলসি৷ ফলে ২০২১-২২ মৌসুমের পর আবারও কারাবাও কাপ জিতল লিভারপুল। একই সাথে টুর্নামেন্টির ইতিহাসে সর্বোচ্চ (১০) শিরোপাও এখন অলরেডদের ট্রফি ক্যাবিনেটে৷ দ্বিতীয় সর্বোচ্চ ৮টি শিরোপা রয়েছে ম্যানচেস্টার সিটির৷

কারাবাও কাপের প্রাইজমানি কত?

কারাবাও কাপের প্রাইজমানি ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মধ্যে খুবই কম৷ ফলে ক্লাবগুলো এ টুর্নামেন্টকে খুব একটা গুরুত্বের চোখে দেখেনা৷ অদ্ভুত হলেও সত্যি, কাবারাও কাপ জয়ের সমপরিমাণ মূল্য ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনার মাত্র এক সপ্তাহের বেতনের সমান৷ এমনকি মইসেস কাইসেদোর জন্য ১১৫ মিলিয়ন খরচ করা চেলসির ট্রান্সফার ফি’র মাত্র ০.০০৬ শতাংশ।

চলুন দেখে নেওয়া যাক কাবারাও কাপের প্রাইজমানির চিত্র-

টুর্নামেন্ট প্রথম রাউন্ডের বিজয়ী দল পাবে মাত্র ৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৯৬ হাজার টাকা।

টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী দলের জন্য থাকছে ৭ হাজার পাউন্ড৷ বাংলাদেশি মুদ্রায় এর পরিমান ৯ লাখ ৭৪ হাজার টাকা৷

তৃতীয় রাউন্ডের বিজয়ী দলের জন্য নির্ধারিড প্রাইজমানি ১০ হাজার পাউন্ড৷ বাংলাদেশি মুদ্রায় মাত্র ১৩ লাখ ৯২ হাজার টাকা৷

চতুর্থ রাউন্ডের বিজয়ী দলের পকেটে যাবে ১৫ হাজার পাউন্ড৷ বাংলাদেশি মুদ্রায় যা ২০ লাখ ৮৮ হাজার টাকা৷

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালিস্ট ও সেমি ফাইনালিস্ট দলের জন্য থাকছে ২৫ হাজার পাউন্ড৷ বাংলাদেশি মুদ্রায় এর পরিমান ৩৪ লাখ ৮১ হাজার টাকা।

টুর্নামেন্টের রানার্সআপ দলের জন্য থাকছে ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এটির পরিমান ৬৯ লাখ ৬২ হাজার টাকা৷

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে রানার্সআপের দ্বিগুন অর্থ। শিরোপাধারীদের জন্য থাকছে ১ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকা৷

ইংল্যান্ডের অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের সাথে তুলনা করলে এটি স্রেফ নামমাত্র প্রাইজমানি৷ যেমন, এফএ কাপ জয়ী দল যে পরিমান প্রাইজমানি পাবে, তা বিশ বার কারাবাও কাপ জয়ের সমান৷ এফএ কাপ জয়ী দলের জন্য ২ মিলিয়ন পাউন্ড৷

আরও পড়ুন: সৌদি প্রো লিগ: শীর্ষ দল কারা? 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল