Connect with us
ফুটবল

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে প্রাক্তনের মামলা

Alexis Mac Allister
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেমিকা। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক প্রেমিকা ক্যামিলা মায়ানের। সম্পর্ক ছিন্নের অনেকদিন পর ক্ষতিপূরণ চেয়ে এই লিভারপুল তারকার বিরুদ্ধে মামলা করেছেন ক্যামিলা।

বিশ্বফুটবলে পরিচিত পাওয়ার বেশ আগে থেকেই ম্যাক অ্যালিস্টারের সঙ্গে সম্পর্ক ছিল ক্যামিলার। ২০২২ কাতার বিশ্বকাপেও একসঙ্গে শিরোপা উদযাপন করেছেন তারা। তবে বিশ্বকাপের পরই তাদের সম্পর্কে ফাটল ধরে এবং তাদের ৫ বছরের সম্পর্ক ছিন্ন হয়।

Mac Allister and Camila Mayan

ম্যাক অ্যালিস্টার এবং তার সাবেক প্রেমিকা ক্যামিলা। ছবি- সংগৃহীত  

ম্যাক অ্যালিস্টারের সঙ্গে বিচ্ছেদের প্রায় ২ বছর পর মামলা করেছেন ক্যামিলা। তিনি যতদিন ম্যাক অ্যালিস্টার সঙ্গে আর্জেন্টিনার বাইরে কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন। একইসঙ্গে এক গুরুতর অভিযোগও এনেছেন তিনি। তার অভিযোগ, ম্যাক অ্যালিস্টার তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ২৮৩

» বাংলাদেশ বনাম মালদ্বীপ : শেষ প্রীতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে 

এবার এ প্রসঙ্গে মুখ খেলেছেন ম্যাক। শুক্রবার (১৫ নভেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি এ বিষয়ে কথা বলেন এই মিডফিল্ডার।

সম্পর্ক ছিন্ন এবং মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই৷ সে তার পথ নিয়েছে, আমি আমার পথ বেছে নিয়েছে। এটুকুই।’ মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এর বাইরে অন্যান্য যেসব বিষয় (মামলা) রয়েছে, সেগুলো নিয়ে আদালতে সিদ্ধান্ত হবে।’

২০১৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ম্যাক অ্যালিস্টারে। তবে অভিষেকের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি৷ তবে ২০২২ সাল থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন তিনি। আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়ে আলো ছড়িয়ে লিভারপুলের নজর কাড়েন তিনি। ২০২৩ সালে এই জায়ান্ট ক্লাবে যোগ দেন এই ২৫ বছর বয়সী মিডফিল্ডার।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল