Connect with us
ক্রিকেট

ভারত টেস্টে আবারও ক্যাচ বিতর্ক, বিভক্ত ক্রিকেট বোদ্ধারা

বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথ। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার সিরিজে চলছে একের পর এক বিতর্ক। মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালকে দেয়া বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের দেয়া সেই আউটের সিদ্ধান্তের রেশ এখনও কাটেনি। এর মাঝে চলে এলো নতুন ক্যাচ বিতর্ক। এবার ব্যাটার ছিলেন বিরাট কোহলি। আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল নট আউট।

ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারে। ইতোমধ্যেই ভারতের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। মাত্র ১৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে আসেন বিরাট কোহলি। স্কোট বোল্যান্ডের খেলা প্রথম ডেলিভারি আউট সাইড এডজ হয়ে স্লিপে ক্যাচ তুলে দেন স্টিভেন স্মিথের কাছে।

ক্যাচটি লুফে নিতে ঝাঁপিয়ে পড়েন স্মিথ। মাটির একদম কাছ থেকে বল ছো মেরে নিয়ে বাড়িয়ে দেন পাশে থাকা আরেক ফিল্ডার মার্নাস লাবুশেনের হাতে। তবে বল মাটি স্পর্শ করার আগেই তুলতে স্মিথ সক্ষম হয়েছিলেন কিনা, তা নিশ্চিত হতে অন ফিল্ড আম্পায়াররা শরণাপন্ন হন থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের।

রিপ্লেতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাচ নেয়ার দৃশ্যটি দেখতে থাকেন এই আম্পায়ার। একাধিকবার জুম করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন তিনি। যেখানে দেখা যায় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে বল তুলে দিচ্ছেন স্মিথ। তবে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানান বলের সামান্য কিছু অংশ ক্ষণিকের জন্য স্পর্শ করেছিল মাটি। আর তাই তিনি বিরাট কোহলিকে নট আউট ঘোষণা করেন।

Steven Smith caught of Kohli

স্মিথের ক্যাচ নেয়ার প্রচেষ্টা।

এমন সিদ্ধান্তের ফের তৈরি হয়েছে বিতর্ক। স্টিভ স্মিথ নিজেই আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। বিরতির পর সম্প্রচারকারী মাধ্যমকে তিনি জানান, ‘১০০ ভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল। অস্বীকার করার সুযোগই নেই। শতভাগ এটা আউটই ছিল। কিন্তু সি দ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারেরই।’

এমন সিদ্ধান্তে আরও একবার বিভক্ত হয়ে গেছে ক্রিকেট বোদ্ধারা। ফক্স স্পোর্টসে ধারাভাষ্য কক্ষে থাকা মার্ক ওয়াহ আউটের পক্ষে রায় দিয়েছেন, ‘আউট ছিল। বল ঘাসের খুব কাছাকাছি ছিল। কিন্তু সে (স্মিথ) আঙুল দিয়ে আগেই তুলে নিয়েছে।’ তবে এর বিপরীতে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান এক্সে লিখেছেন, ‘কোহলিকে সঠিকভাবেই নটআউট দেওয়া হয়েছে।’

আরও পড়ুন:

» বিপিএলে দলের সাইড বেঞ্চে রিশাদ, কারণ জানাল ফ্র্যাঞ্চাইজি

» ব্যালন ডি’অর বিতর্ক : রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন রদ্রি‘

আরেক ধারাভাষ্যকার অ্যালান বোর্ডারও দ্বিমত পোষণ করেন আম্পায়ারের সিদ্ধান্তে, ‘ব্যাপারটা আপনি দুই ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে চোখের সৌন্দর্য। আমার মতে যে প্রমাণ দেখা যাচ্ছে, তাতে স্মিথের আঙুল বলের নিচেই ছিল।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও একমত প্রকাশ করে এক্সে লিখেছেন, ‘আমার মতে ওটা আউটই ছিল।’

এদিকে এমন ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুসারে ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত প্রমাণ না পাওয়ায় নটআউট সিদ্ধান্ত দিয়েছেন।’ অবশ্য সেই বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাশ দিয়ে ৬৯ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত ফিরে যান কোহলি।

চলতি ম্যাচের প্রথম দিন আজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রিশভ পান্ত।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট