ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) -২০২৪ ফাইনালে মুখোমুখি হয়েছিল সেল্ট লুসিয়া কিংস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতবারের চ্যাম্পিয়ন গায়ানাকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মত ট্রফি ঘরে তুললো সেল্ট লুসিয়া।
২০২০ ও ২০২১ মৌসুমে পরপর দু’বার ফাইনালে উঠলেও ট্রফি স্পর্শ করার সুযোগ হয়নি সেল্ট লুসিয়ার। তবে এই অভিশাপ কাটিয়ে ট্রফির আক্ষেপ ঘুচালেন ডু-প্লেসিরা।
এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে। নয় নম্বরে ব্যাট করতে নেমে রীতিমতো চমক দেখান ডোয়েন প্রিটোরিয়াস। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন তিনি। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন এই বোলার। সেন্ট লুসিয়ার হয়ে নূর আহমেদ ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন খারি পিয়ের, ম্য়াথিউ ফোর্ড, আলজারি জোসেফ, রোস্টন চেস ও ডেভিড ওয়াইজ।
আরও পড়ুন: ম্যাচ সেরা পুরস্কার পেয়ে যা বললেন আর্শদীপ সিং
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানেই ৪ উইকেট হারায় সেল্ট লুসিয়া। দ্রুত উইকেট ফেরায় চাপে পড়েন ডু প্লেসিসরা। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে আমেরিকার অ্যারন জোনস অপরাজিত ৩১ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো এক ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৪টি ছক্কা সাহায্যে। ২২ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন রোস্টন চেস।। ক্যাপ্টেন ডু’প্লেসি ২১ বলে ২১ রান করেন। ১৮.১ ওভারে ৪ উইকেটের বিনিময়েই ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায় সেল্ট লুসিয়া।
ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর ২৪/এইচআই