ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে প্রথমবার উইকেট শিকারের ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলের বাইরে থাকা চাহাল এবারের আইপিএলে নিজের ঘূর্ণি জাদু ভালোই দেখাচ্ছেন। তার সুবাদে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেয়ার কীর্তিও নিজের করে নিয়েছেন।
তার এই কীর্তির দিনে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ৬০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।সেইসঙ্গে জাসপ্রিত বুমরার সঙ্গে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীও এখন চাহাল। আছেন সেরা বোলারের দৌড়ে।
সোমবারের রাজস্থান-মুম্বাই ম্যাচের আগে আইপিএলে চহালের উইকেট ছিল ১৯৯টি। এ দিন মুম্বাইয়ের অষ্টম ওভারে মোহাম্মদ নবিকে আউট করে সেই মাইলফলক স্পর্শ করলেন চাহাল। ১৫৩তম ম্যাচে নজির গড়লেন তিনি। টুর্নামেন্টের ১৭তম আসরে এসে এবারই কোনো বোলার এই কীর্তি গড়লেন।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর শীর্ষে আছেন চাহাল। ১৬১টি ম্যাচে ১৮৩টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের সাবেক অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তালিকায় তৃতীয় স্থানে থাকা পীযূষ চাওলা ১৮৬টি ম্যাচে শিকার করেছেন ১৮১টি উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ১৬৭টি ম্যাচে ১৭৪টি উইকেট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ১৬১টি ম্যাচে ১৭৩টি উইকেট পঞ্চম স্থানে থাকা অমিত মিশ্রর।
সোমবার রাতে জয়পুরে মানসিংহ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৯ রান তুলেছিল মুম্বাই। ১৭ বলে ২৩ রানে আউট হন নবী। ৩ ছক্কা ও ৫ চারে ৪৫ বলে ৬৫ রান করেন তিলক। ২৪ বলে ৪৯ রান করেন নেহাল। বড় লক্ষ্য হলেও তৃতীয় উইকেটে ৬৫ বলে ১০৯ রানের অনবদ্য জুটিতে রাজস্থান জিতেছে ৯ উইকেটে। ৬০ বলে ১০৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। ২৫ বলে ৩৫ রান করে আউট হন জস বাটলার। ২৮ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন স্যামসন। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজস্থান।
আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজদের ম্যাচসহ আজকের খেলা (২৩ এপ্রিল ২৪)
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/এজে