Connect with us
ফুটবল

ইতিহাসগড়া লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন আটালান্টা

crifo atalanta
ইতিহাসগড়া লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন আটালান্টা

এইতো কিছুদিন আগে জার্মানের বুন্দেসলিগায় অপরাজেয় থেকে মৌসুম শেষ করে রেকর্ড গড়লো লেভারকুসেন। সেই অপরাজয় অব্যাহত রাখতে আটালান্টার বিপক্ষে ইউরোপা লীগের ফাইনাল খেলতে মাঠে নামে জার্মান ক্লাবটি। তবে অপরাজয়ের যাত্রা আর দীর্ঘ করা হলো না জাবি আলনসোর দলের। রানার্সআপ থেকেই সন্তুষ্ট থাকতে হলো।

আয়ারল্যান্ডের ডাবলিনে ম্যাচ শুরু হওয়ার প্রথম থেকেই রাজত্ব করে আটালান্টা। ম্যাচের প্রথমার্ধে দুই গোল হজম করতে হয় লেভারকুসেনকে। খেলা শুরু হওয়ার ১২ মিনিটের মাথায় প্রথম ধাক্কা খাই ক্লাবটি। বক্সের বাইরে থেকে গতির শর্ট করে বল জালে জড়ান লুকম্যান। ২৬ মিনিটে আবারও লুকম্যানের চমক। লেভারকুসেনের এক ডিফেন্ডারকে সুন্দরভাবে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে দুর্দান্ত ফিনিশিং করেন এই ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে এসে ব্যবধান কমানোর চেষ্টা করে লেভারকুসেন। কিন্তু কিছুটা এলোমেলো খেলা করছিল তারা। আক্রমণেও সুবিধা করতে পারছিল না। ৭৫ মিনিটে আবারও ধাক্কা খায় দলটি। লুকম্যানের হ্যাট্রিকে ৩-০ এগিয়ে যাই আতালান্তা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লেভারকুসেন। নির্ধারিত সময় শেষে রেফারি বাঁশি বাজালে উল্লাসে মেতে উঠে আতালান্তা। ছয় দশক পর শিরোপা ঘরে তুলল ইতালির ক্লাবটি। সেই সাথে পরাজয়ের স্বাদ পেলো লেভারকুসেন। ধারাবাহিক ম্যাচ জয়ের যাত্রারও অবসান ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হবে যে আকর্ষণীয় স্টেডিয়ামের

ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এইচআই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল