
সাত দিন অপেক্ষার পর অবশেষে শেষ হলো ফেডারেশন কাপের নাটকীয় ফাইনাল। টাইব্রেকারে ৫-৩ গোলে আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের শেষ দিকে, নাটক, উত্তেজনা আর রেফারির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সব মিলিয়ে দর্শকদের উপহার দিল এক স্মরণীয় সমাপ্তি।
ম্যাচ পুনরায় শুরু হয় সাত দিন পর, বাকি থাকা সময় খেলতে। মূল খেলা এবং অতিরিক্ত সময়েও ফলাফল অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
আবাহনীর চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম— কিংস গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ দারুণ সেভ করেন।
কিন্তু রেফারির ফাউলের সিদ্ধান্তে শট পুনরায় নিতে হয়। এই সিদ্ধান্তে প্রতিবাদ করেন কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন, যার ফলে তাকে হলুদ কার্ড দেখানো হয়।
আরও পড়ুন
» অলিখিত ফাইনালে হারলো মোহামেডান, রেকর্ড শিরোপা আবাহনীর
» স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, শঙ্কায় বার্সেলোনা-ইন্টার সেমিফাইনাল
পুনরায় শটে গোল করেন মিরাজুল, কিন্তু ম্যাচ ঘুরে যায় আগে—দ্বিতীয় শটে আবাহনীর এমেকার শট সেভ করেন শ্রাবণ।
টাইব্রেকারে গোলদাতারা
আবাহনী : রাফায়েল, মাহাদী খান, মিরাজুল (২য় শটে) গোল করেন।
বসুন্ধরা কিংস : জোনাথন, মোরসালিন, তপু, ইনসান ও শেষ শটে ড্যাসিয়েল গোল করে ম্যাচ শেষ করেন।
কোয়ালিফায়ারে আবাহনীর কাছে টাইব্রেকারে হারের মধুর প্রতিশোধ নিল কিংস। সেদিন আবাহনী ১০ জন নিয়ে জিতেছিল, আজ কিংস ১০ জন নিয়ে জয় পেল।
কোচ ভ্যালরি তিতে টাইব্রেকারে শ্রাবণের ওপর ভরসা রেখে গোলরক্ষক বদল করেননি—সেই আস্থার পূর্ণ প্রতিদান দিলেন শ্রাবণ।
এই জয়ের মধ্য দিয়ে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ট্রফি নিজেদের কাছেই রাখতে পারল।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এসএ
