Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ: আর্সেনালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বায়ার্নের জয় উদযাপন। ছবি- সংগৃহীত

দীর্ঘ চার বছর সাধনার পর আবারও সেমিফাইনালের দেখা পেল বায়ার্ন মিউনিখ। দীর্ঘ সময় ম্যাচে টিকে থেকেও বায়ার্নের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হলো আর্সেনালকে। মৌসুমের শেষ সময় এসে ছন্দ হারায় তারা। জশুয়া কিমিখের গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর্সেনালের। ফলে সেমিফাইনাল এর উদযাপনটা বায়ার্নেরই হয়।

নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল তাদের। দুই লেগ মিলিয়ে কিমিখের গোলে ৩-২ ব্যবধান বেড়ে যাওয়ার সুবাদে চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচে দুই দলই রক্ষণভাগ মজবুত রেখে শুরু করেছিল। একটু ধীরগতিতে শুরু করেছিল তারা। প্রতিপক্ষ আক্রমণের চেষ্টা করলে সুন্দরভাবে প্রতিহত করছিল দুই দলই।

ম্যাচে প্রথম ভাগের অর্ধেক সময় পেরিয়ে গেলেও গোলে শট করতে পারেনি কোনো দল। আচমকাই ম্যাচের ২৪তম মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন বায়ার্ন ফুটবলার জামাল মুসিয়ালা। সেই দূরপাল্লার শটটি সুন্দরভাবে পাখির মত ডানা মেলে সেভ করেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া।

কিছুক্ষণ পরেই পাল্টা আক্রমণে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের শট একজনের পায়ে লেগে দূরের পোস্ট ঘেঁষে গোল ভেদ করতে যাচ্ছিল। তবে বায়ার্নের জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার সতর্কতার সাথে সামাল দেন পরিস্থিতি।

ম্যাচের বয়স ৩১ মিনিট পেরোলে গাব্রিয়েল মার্তিনেল্লি ওডেগার্ডের পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়ে সরাসরি নয়্যার বরাবর শট নিয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি তিনি। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে সেই সোনার হরিণের দেখা পায় বায়ার্ন। লেরয় সানের মাথার উপর দিয়ে যাওয়া শট রুখে দেন রায়া। তবে ফিরতি বল পেয়ে বক্সের মধ্যে দারুন এক ক্রস করেন গেরেইরো। ছুটে এসে চমৎকার এক হেডে টর্নেডোর গতিতে আর্সেনালের জালে বল জড়ান জশুয়া কিমিখ।

৮৭তম মিনিটে ওডেগার্ডের নেওয়া একটি শট নয়্যারের হাতে লেগে গোল পোস্টের পাশ দিয়ে সাইড লাইনের বাইরে গেলে কর্নার দেননি রেফারি! এরপর আর কোন সুযোগ পাননি আর্সেনাল। বাকিটা সময় শুধু বায়ার্নের উদযাপন করার অপেক্ষা। ১৫ বছর পর সেমিফাইনালে যাওয়ার সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারলো না আর্সেনাল।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কে কার মুখোমুখি

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এইচআই/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল