ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখন আর মেসি-রোনালদো-বেনজেমা-নেইমারদের দ্বৈরথ দেখা যাবে না। ইউরোপের ফুটবল ছেড়ে তাঁরা পাড়ি জমিয়েছেন বিভিন্ন জায়গায়।
তবে তাদের জন্য থেমে থাকেনি চ্যাম্পিয়ন্স লিগের উত্তাপ। ব্রাজিলিয়ান রদ্রিগো-ভিনিসিয়াস, ফ্রান্সের এমবাপ্পে, নরওয়ের হল্যান্ড, বেলিংহাম এদেরকে নিয়েই উত্তাপ ছড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০ টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। যেখানে নির্ধারিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাঠের লড়াইয়ে কে খেলবে কার বিরুদ্ধে।
এই টুর্নামেন্টে অংশগ্রহন করা ৩২ দল ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। এবার এই ৩২ দল নিয়ে হবে ড্র। টুর্নামেন্টে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩২টি দল।
আজকের ড্রতে প্রতিটি দলকে আলাদা ৪টি পাত্রে ভাগ করে রাখা হবে। কিন্তু কারা কোন পটে কাদের বিপক্ষে খেলবে সেটিই নির্ধারিত হবে আজ রাতে।
আজকে রাতের ড্র অনুষ্ঠানে নির্ধারিত হবে ইউরোপের বর্ষসেরা ফুটবলার ও কোচ। তাদের হাতে বর্ষসেরার পুরষ্কারও তুলে দেয়া হবে এই অনুষ্ঠানেই।
আরও পড়ুন: সাকিবকে হটিয়ে টিম সাউদির রেকর্ড
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এমএইচ