Connect with us
ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ডের দ্বিতীয়

champions league final 2024
শিরোপার মঞ্চে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বরুশিয়া ডর্টমুন্ড। ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ২০২৪ এর ফাইনাল। শিরোপার মঞ্চে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল রোমাঞ্চ।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সফল দল রিয়াল মাদ্রিদ নিজের ১৫ শিরোপার সামনে দাঁড়িয়ে, অন্যদিকে দ্বিতীয় শিরোপা ছুতে চায় ডর্টমুন্ড। তবে শেষ পর্যন্ত কারা শিরোপা উল্লালে মেতে উঠবে? আর যেন তর সইছে না রিয়াল-ডর্টমুন্ড সমর্থকদের।

এদিকে সেমিফাইনালের মঞ্চে জার্মানির সবচেয়ে বড় ক্লাব বায়ান মিউনিখকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অপরদিকে ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পা দেয় ডর্টমুন্ড।

আরও পড়ুন : » বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (১ জুন ২৪)

» অভিমানী কৃষ্ণার অভিযোগ, কারণ জানতে চাইবে বাফুফে

» টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চার হাজারি ক্লাবে বাবর

এর আগে ১৯৯৬-৯৭ মৌসুমে প্রথবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ডর্টমুন্ড। সেবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পায় জার্মান ক্লাবটি।

এরপর দ্বিতীয় বারের মতো ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ডর্টমুন্ড। সেবার স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় ওয়েম্বলি স্টেডিয়ামে।

কাকতালীয় ভাবে এবারও লন্ডনের এই মাঠে ফাইনালে নামবে ডর্টমুন্ড। যদিও এবার প্রতিপক্ষ ভিন্ন। ১১ বছর আগের চোখের অশ্রু দিয়ে ভিজেছে যে সবুজ গালিচা। এবার সেখানে দাঁড়িয়ে শিরোপা উল্লাসে মেতে উঠতে পারবে ডর্টমুন্ড?

অপরদিকে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে লা লিগার শিরোপা উঁচিয়ে ধরেছে স্প্যানিশ জায়ান্টরা। এবার তাদের চোখ চ্যাম্পিয়নস লিগের শিরোপায়।

এর আগে সর্বশেষ ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পায় টনি ক্রুস-লুকা মদ্রিচরা।

এছাড়া গত আসরে সেমিফাইনাল খেলে দলটি। বতর্মান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আনচেলত্তির শিষ্যদের। এবারের আসরে ফাইনালে ফেবারিটের তমকা গায়ে জড়িয়েই মাঠে নামবে রিয়াল।

এবার ফাইনালের মহারণে রিয়ালের ট্রাম কার্ড হতে পারেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তিন দিন আগেই লা লিগার এবারের আসরের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

তাই এই ম্যাচে বাড়তি নজর থাকবে ২০ বছর বয়সি এই মিডফিল্ডারের দিকে। তবে রিয়াল থেকে যোজন যোজন পিছিয়ে ১ বারের চ্যাম্পিয়ন এডিন টেরজিকের শিষ্যরা।

রিয়াল-ডর্টমুন্ড মুখোমুখি সমীকরণ

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এতে রিয়াল মাদ্রিদের ৬ জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় ৩টি ম্যাচে। বাকি ৫টি ম্যাচ ড্র হয়।

তবে পরিসংখ্যানের জাল ভেদ করে কখনো কখনো জন্ম হয়, নতুন ইতিহাসের, রূপকথার।

ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল