Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ : কোয়ার্টারে দলগুলোর প্রতিপক্ষ ও ম্যাচের সূচি

Champions League trophy
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি- সংগৃহীত

এরই মধ্যে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর পর্ব। নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা সকল দলের প্রতিপক্ষ। এবারের মৌসুম কিছুটা পরিবর্তিত ফরমেটে খেলা হওয়ায় ভক্তদের মাঝে ছিল সংশয়। তবে গোটা টুর্নামেন্ট একদমই নিরাশ করেনি ফুটবল ভক্তদের। এখন পর্যন্ত দেখা গেছে বেশ উত্তেজনাপূর্ণ সকল খেলা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দলের মধ্যে ৪টি দলই। যেখানে আছে লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন এবং লিল। আর কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, এবং পিএসজি।

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড। আর জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হিসেবে আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে থাকছে ইংলিশ ক্লাব আর্সেনালের চ্যালেঞ্জ। এছাড়াও, অ্যাস্টন ভিলা খেলবে পিএসজির বিরুদ্ধে।

UCL Lineup 2025

চ্যাম্পিয়ন্স লিগের লাইনআপ।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী ৮ এপ্রিল। এরপরের দিনেও থাকবে শেষ চারের খেলা। আর দ্বিতীয় ও ফিরতি লেগে পরবর্তী ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। এরপর ৬ এপ্রিল মাঠে গড়াবে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই।

আরও পড়ুন:

» দেশের মাটিতে কোথায় কখন দেখা যাবে হামজাকে?

» নাটকীয় ম্যাচে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

টুর্নামেন্টের প্রথম লেগে ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। একই সময় আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। আর পরবর্তী দিন অর্থাৎ ৯ এপ্রিল দিবাগত রাত ১টায় ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। একই সময় ভিন্ন ম্যাচে মাঠে নামবে পিএসজি ও এস্টন ভিলা।

আর দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল দিবাগত রাত ১টায় ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। একই সময় ভিন্ন ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নামবে এস্টন ভিলা। আর পরবর্তী দিন ১৬ এপ্রিল দিবাগত রাত ১টায় আর্সেনালের বিপক্ষে লড়াই করবে রিয়াল মাদ্রিদ। একই সময় আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল