Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ : রূপকথার রাত কাটাল রিয়াল-ম্যানসিটি

Man city vs real madrid
রিয়াল-সিটির ৬ গোলের ম্যাচে জিতল না কেউ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে বার্নাব্যুতে রূপকথার একটি রাত কাটাল দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচে ৬ গোল হলেও জয়ের দেখা পায়নি কেউ। ৩-৩ গোলের ড্র হয়েছে ম্যাচটি।

মঙ্গলবার রাতে বার্নাব্যুতে ৯০ মিনিট হয় কত সেকেন্ডে তা হারে হারে টের পেয়েছে দুদল। সিটিজেনরা দুর্দান্ত শুরু করলেও শেষ দিকে প্রতিরোধ গড়ে রিয়াল।

এদিন ম্যাচের শুরুর একাদশে সবাইকে চমকে দিয়ে ডি ব্রুইনাকে ছাড়াই একাদশ সাজান সিটিজেন্স কোচ পেপ গার্দিওলা। ফলও পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফাউল করে বসেন রিয়ালের ফ্রেঞ্চ তারকা চুয়ামেনি। বিপদ শুরু সেখান থেকেই।

সরাসরি ফ্রি কিকে গোল আদায় করে নেন সিটির পর্তুগিজ তারকা বার্নাদো সিলভা। কিন্তু শুরুতে হোচট খেলেও দলটা যে রিয়াল মাদ্রিদ! চ্যাম্পিয়ন্স লিগের রাজারা কী করে হার মানবে!

আরও পড়ুন :

হঠাৎ কেন ভারত ছাড়লেন এই অজি ক্রিকেটার

শেষ মুহূর্তের রোমাঞ্চে পাঞ্জাবকে ২ রানে হারাল হায়দরাবাদ

সাড়ে তিন বছর পর দলে ফিরে যা বললেন আমির

ব্যক্তিগত সাফল্যের পুরস্কার পেলেন নারী ক্রিকেটাররা

রিয়াল-ম্যানসিটির জমজমাট ম্যাচসহ আজকের খেলা (৯ এপ্রিল ২৪)

Man city haland

বিগ ম্যাচে যেন পকেটবন্দী হয়েছিলেন সিটি স্টার আর্লিং হালান্ড। ছবি- সংগৃহীত

রিয়াল ম্যাচে ফিরতে সময় নিয়েছে ১০ মিনিট। ১২ মিনিটের মাথায় কামাভিঙ্গার দুর্দান্ত শট থেকে সমতায় ফেরে রিয়াল। মিনিট দুয়েক পর ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে ঝলক দেখান রদ্রিগো। ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধে আধিপত্য দেখায় রিয়াল। অথচ বিগ ম্যাচে যেন পকেটবন্দী হয়েছিলেন সিটি স্টার আর্লিং হালান্ড।

তবে দ্বিতীয়ার্ধে সিটির পালে হাওয়া লাগে। ৫ মিনিটের মধ্যে দুই গোল করে দ্বিতীয়ার্ধে লিড পায় সিটিজেনরা। ফোডেন আর জাস্কো ভার্দিওলের গোলে ৭০ মিনিটে ৩-২ গোলের লিড পেয়ে যায় ইংলিশ জায়ান্টরা। তবে উৎসব দীর্ঘ হয়নি, ভিনিসিয়ুস জুনিয়রের ভাসানো বলে দুর্দান্ত গোল করেন ফেদে ভালভার্দে। শেষ পর্যন্ত ৩-৩ গোলে অসমাপ্ত রূপকথার মঞ্চায়ন হয়।

আরও পড়ুন:

বায়ার্নকে কড়া বার্তা দিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা

ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন তুর্কি ক্লাব!

যে রেকর্ডে শীর্ষে মেসি, রোনালদো কোথায়?

শীর্ষস্থান দখলে আজ ম্যানইউর বিপক্ষে মাঠে নামছে লিভারপুল

রাতে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ? যা বললেন কোচ

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল