ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে আজ। এক সময় চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম আকর্ষণ ছিলেন মেসি, রোনালদো ও নেইমার। কিন্তু এবারের আসরে দেখা যাবে না তিনজনের কাউকেই।
সৌদি ক্লাব আল নাসরে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ। গত বছর থেকে তিনি সৌদিতে থাকায় এই লড়াইয়ে দেখা যাচ্ছে না।
আর বার্সেলোনোর দীর্ঘদিনের প্রাণ ভোমরা লিওনেল মেসি কয়েক মৌসুম খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু সেখানেও তিনি নেই। এখন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। যে কারণে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে তাকে আর দেখা যাচ্ছে না।
একইভাবে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। কয়েক মৌসুম খেলেছেন সেখানে। আপাতত আছেন সৌদি ক্লাব আল হিলালে। তাই তাকেও দেখা যাবে না চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে।
কিন্তু বিশ্বের সকল ফুটবল ভক্তদের কাছে এই তিনজন ছিলেন আকর্ষণের মধ্যমণি। এই তিন তারকা ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ভাবতে পারতো না কেউ। তবে বাস্তবতা মেনে সেই রোনালদো-মেসি-নেইমারকে ছাড়াই ধুন্ধুমার ফুটবল আসর আজ থেকে মাঠে গড়াচ্ছে।
জৌলুস হারানো চ্যাম্পিয়ন্স লিগে ২০ বছর পর খেলবে নিউক্যাসল। আজ প্রথম দিন এসি মিলানের মাঠে খেলতে নামবে তারা। শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ম্যানচেস্টার সিটি। এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বার্সেলোনারও ম্যাচ আছে আজ।
আরও পড়ুন: বাংলাদেশ ও নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৩/এজে