Connect with us
ফুটবল

চ্যাম্পিয়নস লিগ: নকআউট নিশ্চিত হলো কাদের, বিদায় নিলো কারা?

crifo UEFA

নতুন পরিসরে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের প্রথমপর্ব প্রায় শেষদিকে। ৩৬ দলের নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে বেড়েছে ম্যাচের সংখ্যাও। দলগুলো গ্রুপপর্বের ৬ ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ের পরিবর্তে প্রথম রাউন্ড ভিন্ন আট দলের বিপক্ষে খেলছে আট ম্যাচ।

প্রথমপর্ব শেষে নকআউট পর্বের লড়াই। ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল খেলবে নকআউটে। যাদের আবার প্রথম আটটি দল সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

UEFA MATCH

সূচিতে দেখানো এই ফরম্যাটে চলছে এবারের আসর।

সবগুলো দল এখন পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। এদের মধ্যে এখন পর্যন্ত লিভারপুল ও বার্সেলোনা সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে। আর মঙ্গলবার পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল ১১ দলের। বুধবার (২২ জানুয়ারি) রাতে অন্তত প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাতটি দল।


আরও পড়ুন:

» রিয়ালের মোট ৫ গোল, দুই ব্রাজিলিয়ান দিলো ৪টি

» ঢাকা সফরে আসার প্রতিশ্রুতি দিলেন ফিফা সভাপতি

» মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো


তবে বেশ বিপদে আছে প্রিমিয়ার লিগের ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। গতরাতে পিএসজির কাছে হেরেছে পেপ গার্দিওলার দল। এতে করে তারা ছিটকে গেছে সেরা চব্বিশ থেকে। অন্যদিকে সিটিকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে পারেনি ফরাসী জায়ান্ট পিএসজি। আগামী ৩০ জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে।

Crifo Liverpool

লিভারপুল আর বার্সেলোনা শেষ ষোলো নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত টেবিল সূচি অনুযায়ী- শেষ ষোলো নিশ্চিত হয়েছে: লিভারপুল ও বার্সেলোনার।

অন্তত প্লে-অফ নিশ্চিত: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রিস্ট, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।

Crifo Points

বিদায় নেওয়া দলের নামগুলো এভাবেই রয়েছে পয়েন্ট টেবিলে।

প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে: বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

প্লে অফের জন্য আরও ছয় দল রয়েছে লাইনে। যা নিশ্চিত হবে ৩০ জানুয়ারির ম্যাচের মধ্য দিয়ে। যার মধ্যে রয়েছে: ম্যানসিটি, পিএসজি, বেনফিকা, ক্লাব বুর্গ, স্পোর্টিং সিপি, স্টুটগার্ট, পিএসভি, শাখতার ও ডায়নামো।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল