Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড

Bangladesh_Champions Trophy
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামীকাল মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছে টাইগাররা। ৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১২ জানুয়ারি দল ঘোষণা করেছিল বাংলাদেশ। দলে সবচেয়ে বড় চমক ছিল অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের বাদ পড়া। দীর্ঘদিন অফফর্মে থাকার কারণে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছিল বিসিবি। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। সবমিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে টপ অর্ডারে আছেন অভিজ্ঞ সৌম্য সরকার এবং দুর্দান্ত ছন্দে থাকা তানজিদ হাসান তামিম। তাদের সঙ্গে ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেয়েছে পারভেজ। এছাড়া টপঅর্ডারে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে রয়েছেন দুই অভিজ্ঞ সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।


আরও পড়ুন:

» নতুন অধিনায়ক পেল বাংলাদেশ নারী ফুটবল দল

» বুমরাহ না থাকায় শান্তদের জয়ের সম্ভাবনা দেখছেন কায়েস 


অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ এবং তাকে সঙ্গ দেবেন তরুণ লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। দুই স্পিন অলরাউন্ডারের সঙ্গে থাকছেন স্পিনার নাসুম আহমেদ।

তিন নিয়মিত স্পিনারের সঙ্গে বোলিং বিভাগে থাকছেন চার পেসার। টাইগারদের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন সবশেষ বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং তরুণ গতি তারকা নাহিদ রানা।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম,  পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,  নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট