এবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির নাটকীয়তার নতুন মোড়। অন্যান্য দেশগুলোকে অতিরিক্ত আর্থিক প্রণোদনা দেখিয়ে এই টুর্নামেন্টে হাইব্রিড মডেলে বা ভিন্ন কোনো ভেন্যুতে আয়োজন করার গোপনে চেষ্টা চালাচ্ছে ভারত। এমনটাই দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম।
চলতি বছরের শুরু থেকেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ খেলতে পাকিস্তানে ভারত যাওয়া ঘিরে বিভিন্ন আলোচনা হচ্ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার অজুহাত দেখিয়ে সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে দল পাঠাবে না।
এদিকে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তারা আইসিসি এবং বিসিসিআই-কে জানিয়েছেন যে, যদি ভারত পাকিস্তানে দল না পাঠায়, তাহলে ভারতের পরিবর্তে একটি শক্তিশালী দল যুক্ত করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হবে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের দল পাঠাবে না উল্লেখ করলেও তারা গোপনে অন্যান্য বোর্ডগুলোকে আর্থিক প্রলোভন দেখিয়ে হাইব্রিড মডেলে বা ভিন্ন কোন ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য রাজি করানোর চেষ্টা চালাচ্ছে।
এছাড়া বিসিসিআই ভারতের সঙ্গে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে অতিরিক্ত ম্যাচের আশ্বাস দিয়ে বোর্ডগুলোকে হাইব্রিড মডেলে বা ভিন্ন ভেন্যুতে আয়োজন করার প্রস্তাব দিচ্ছে বলে দাবি করছে দেশটির গণমাধ্যম।
অন্যদিকে, আইসিসি কর্মকর্তারা বিসিসিআইসহ সব সদস্য বোর্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে সব অংশগ্রহণকারী দল এবং বোর্ডের সাথে আলোচনা করে চূড়ান্ত সূচি নির্ধারিত হবে। আর এই সিদ্ধান্ত কখনোই বিসিসিআইয়ের কারণে প্রভাবিত হবে না।
উল্লেখ্য, প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি গ্রুপে আয়োজিত হবে এই আসরটি। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড এবং ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে।
আরও পড়ুনঃ রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি মেসি, নেপথ্যে যে রহস্য!
ক্রিফোস্পোর্টস/১৮ নভেম্বর ২৪/এইচআই