Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

Champions Trophy 2025__Bangladesh's matches schedule
চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। ছবি- সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্টের নবম আসর হতে যাচ্ছে এটি। স্বাগতিক পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এছাড়া ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।

আট দলের এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এরপর ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। যেখানে একইসঙ্গে রয়েছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ আরেক প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তাদেরকে সঙ্গ দেবে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া আফগানিস্তান।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» বিপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টুর্নামেন্ট শুরুর একদিন পরেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

Bangladesh Cricket Team

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত  

প্রথম ম্যাচের পর তিনদিন বিরতি পাবে বাংলাদেশ। এই সময়ে দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাড়ি জমাবে তারা। এরপর ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে খেলবে টিম টাইগার্স। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সর্বশেষ ২০১৭ আসরে এই ব্ল্যাকক্যাপসদের হারিয়েই সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরো দুই দিন বিরতি পাবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি একই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :

 তারিখ প্রতিপক্ষ  ভেন্যু  সময় 
  ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই বিকাল ৩টা
 ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি বিকাল ৩ টা
 ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান রাওয়ালপিন্ডি বিকাল ৩ টা

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট