Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি: উদ্বোধনী ম্যাচেই ফিফটি, প্রথম উইকেট পেলেন কে?

Abrar Ahmed
প্রথম উইকেট শিকারী আবরার আহমেদ। ছবি- ক্রিকইনফো

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং করতে নেমে ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে কিউইরা। এরই মধ্যে আসরের প্রথম ফিফটি এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। আর প্রথম উইকেট পেয়েছেন আবরার আহমেদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল তিনটায় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়াং ৭৪ ও টম লাথাম ১৩ রানে ক্রিজে আছেন।

 Will young

উইল ইয়াংয়ের ব্যাটে আসরের প্রথম ফিফটির দেখা মিললো প্রথম ইনিংসেই।

বল হাতে আবরার পান প্রথম উইকেট। পরে আরও একটি করে সফলতা পান নাসিম শাহ ও হারিফ রউফ। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে আছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবরো ও বাংলাদেশের শরফুদ্দৌলা।


আরও পড়ুন:

» মাঠে গড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি, টস জিতলো পাকিস্তান

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কেন ফেভারিট বললেন বাশার?


পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তইয়েব তাহের, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

Nasim shah

নাসিম শাহও পেয়েছেন উইকেটের দেখা।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্র্যাসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’ রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রাবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট