চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে রীতিমতো ধোঁয়াশা কাজ করছে। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের কারণে এখনও বোঝা যাচ্ছে না কোথায় আয়োজিত হবে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি। কিন্তু এই দোলাচলের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ভ্রমণ শুরু করে দিয়েছে আইসিসি। মূল কাজ বাকি থাকলেও সহায়ক কাজগুলোকে এগিয়ে রাখতেই এমন উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ভেন্যু নির্ধারণ হয়নি এখনও তবুও পুরোদমে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের মাটিতে আগমন ঘটতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বিশ্বভ্রমণকালীন এই সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে অবস্থান করবে ৪ দিন। আর এই বিশ্বভ্রমণের পুরোটা সময় জুড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে দুবাইভিত্তিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’।
আজ বাংলাদেশে আগমন ঘটতে যাচ্ছে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে দর্শকদের সামনে আগমন ঘটবে আগামীকাল থেকে। বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সফর হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে আগামীকাল সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান করবে ট্রফিটি। এরপর ফেরানো হবে ঢাকাতে।
আরও পড়ুন:
» ট্রফি নিয়ে মেসিকে অনুকরণ করলেন এশিয়ার চ্যাম্পিয়নরা
» বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো আয়ারল্যান্ড
আগামী ১২ ডিসেম্বর আবার জনসম্মুখে প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ট্রফিটি। এরপর ১৩ অক্টোবর ট্রফি নেওয়া হবে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জনসম্মুখে প্রদর্শন করা হবে ট্রফিকে।
মিরপুরে প্রদর্শনকালে সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুরুষ ও নারী দলের ক্রিকেটাররা, সাবেক ও বর্তমানের খেলোয়াড়রা, বিভিন্ন ক্রিকেট সংগঠক ও বিসিবি কর্তারা। এছাড়া সংবাদকর্মীরাও এসময় উপস্থিত থাকবেন। মূলত এই প্রদর্শনী শেষ হলেই বাংলাদেশ ছাড়বে ট্রফিটি।
বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পাড়ি জমাবে সুদূর দক্ষিণ আফ্রিকায়। এরপর আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর সেখানে অবস্থান করবে ট্রফিটি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হয়ে আগামী বছরের ১৫ জানুয়ারি ট্রফি পৌঁছাবে ভারতে। সেখান থেকেই ট্রফির গন্তব্য হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে।
প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছিল আয়োজক দেশ পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর দেশটির বিভিন্ন অঞ্চল সফর শেষে ২৬ নভেম্বর ট্রফি পৌঁছায় আফগানিস্তানে। এরপর বাংলাদেশে আগমনের পূর্বে ট্রফিটি ২৮ নভেম্বর পর্যন্ত ছিল রশিদ খানদের দেশে।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসআর/বিটি