Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি : খেলা ও রাজনীতি না মেলানোর অনুরোধ নকভির

Pcb cheif Mohsin Naqvi and champions trophy
মহসিন নকভি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। তবে এখনো এই টুর্নামেন্ট নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। কেননা নিজেদের রাজনৈতিক বৈধতার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চায় না ভারত। তাদের চাওয়া টুর্নামেন্ট হোক হাইব্রিড মডেলে। তবে এমন কিছু মানতে নারাজ পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এই দেশ এরই মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গত এশিয়া কাপের মতো আর কোন হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে চায় না তারা। নিজেদের ঘরেই বৈশ্বিক এই টুর্নামেন্ট ধরে রাখতে ভারতকে বিভিন্ন সুবিধা দেয়ার প্রস্তাবও দিয়েছিল পাকিস্তান। তবে কোন কিছুতেই যেন ভারতের বরফ গলছে না।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভি ভারতকে অনুরোধ করেছে খেলাধুলার সঙ্গে রাজনীতিকে না মেলানোর জন্য। পিসিবি প্রধান সম্প্রতি সাংবাদিকদের সামনে বলেন, ‘খেলাধুলো এবং রাজনীতি দুটো আলাদা। আমি চাই না কোনও দেশ সেটাকে মিশিয়ে ফেলুক। আশা রাখছি ভারত আসবে পাকিস্তানে।’

আরও পড়ুন:

» জাতীয় দলে কবে ফিরবেন সাকিব? জানালেন নিজেই

» ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া শুরু হচ্ছে বাংলাদেশের নতুন টেস্ট অধ্যায়

এছাড়া পাকিস্তানে খেলতে আসতে ভারতের কি সমস্যা তাও সরাসরি জানাতে বলেছেন তিনি, ‘যদি আমাদের দেশে দল পাঠাতে ভারতের কোন সমস্যা থাকে, তাহলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে। আমরা সেই সমস্যা মিটিয়ে দেয়ার চেষ্টা করব। পাকিস্থানে আসতে ভারতের কোন সমস্যা থাকার কথা নয় বলে মনে করি।’

এদিকে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার এখনো আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে আয়োজন করা নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় তিনি বলেন, এ সকল বিষয়ে আলোচনা হয় গোপনে। আর তাই তিনি মনে করেন পাকিস্তানের আশা নিয়ে হয়তো বা আলোচনা চলমান রয়েছে। তার মতে ভারতীয় ক্রিকেটাররাও খেলতে চান পাকিস্তানে।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট