Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমির দল চূড়ান্ত, কবে কার ম্যাচ?

Champions trophy Semifinal teams
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট দল সমূহ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল ভারত এবং নিউজিল্যান্ড। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি দেখায় কিউইদের ৪৪ রানে পরাজিত করে ভারত। এতে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। নির্ধারিত হয়েছে সেমিফাইনাল লাইনআপ; জানা গেছে দলগুলোর প্রতিপক্ষ।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত আগে ব্যাট করতে নেমে ২৪৯ রান সংগ্রহ করে। মাঝারি এই টার্গেট তাড়া করতে নেমে ২০৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। আর এদিন জিতে হয়তো কিছুটা কঠিন প্রতিপক্ষই পেল রোহিত শর্মার দল। সেমিতে তাদের লড়তে হবে গেল ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নদের সঙ্গে।

গ্রুপ ‘এ’ থেকে টানা তিন ম্যাচ জিতে টেবিল টপার ভারত। আর দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড। অপরদিকে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তারা জিতেছে দুই ম্যাচে। আর একটি ভেসে গেছে বৃষ্টিতে। আর দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া খেলার সুযোগ পেয়েছে এক ম্যাচ। যেখানে জয় পায় তারা। বাকি দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে ভাগাভাগি করেছে পয়েন্ট।

আরও পড়ুন:

» টানা দুই ম্যাচ হেরে দুবাই সফর শেষ করল বাংলাদেশ

» রোনালদোর আল-নাসরের ম্যাচসহ আজকের খেলা (৩ মার্চ ২৫)

গ্রুপ ‘এ’ এর শীর্ষ দল অর্থাৎ ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ এর দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার। আর গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে গ্রুপ ‘এ’ এর দ্বিতীয় অবস্থানে থাকা দল নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর একদিনের বিরতি পাবে দলগুলো। সেমির সবগুলো ম্যাচ খেলা হবে বিকাল ৩টায়।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল ৪ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে পরবর্তী দিন ৫ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। এরপর দুই সেমির জয়ী দল নিয়ে ৯ মার্চ খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট