Connect with us
ক্রিকেট

আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, খেলা দেখবেন যেভাবে

ICC Champions Trohy 2025 starts tomorrow
কাল থেকে শুরু হচ্ছে ৮ দলের লড়াই। ছবি- আইসিসি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামীকাল দুপুরে মাঠে গড়াচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের নবম আসর। এর মধ্য দিয়ে ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানে পর্দা উঠছে আইসিসির কোনো টুর্নামেন্টের।

চ্যাম্পিয়ন্স গ্রুপ ‘এ’ তে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ,ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচি জাতীয় স্টেডিয়ামে মাঠে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড

» ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেবেন যারা


 

খেলা দেখবেন যেভাবে

চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন নাগরিক টিভিতে। এর বাইরে অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে। বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম টফি অ্যাপে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তাইয়ুব তাহির, উসমান খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জেকব ডাফি, নাথান স্মিথ।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। সবশেষ ২০১৭ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল ম্যান ইন গ্রিনরা।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট