
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠবে। তবে মূল পর্বে লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টুর্নামেন্টের ৪টি দল। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পাশাপাশি বাংলাদেশও একটি ম্যাচ খেলবে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দল বা পাকিস্তান শাহীনসের মুখোমুখি হবে টাইগাররা।
সাধারণত আইসিসি ইভেন্টে গ্রুপপর্বে মুখোমুখি না হওয়া দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে অংশগ্রহণকারী দলগুলো। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকটি দল প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা খেলতে চায় তাদের প্রস্তুতির কথা মাথায় রেখে বিকল্প দল হিসেবে খেলবে পাকিস্তান শাহীনস।
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাহীনস। তবে এর বাইরে গিয়েও দুই ভিন্ন গ্রুপে থাকা আফগানিস্তান ও নিউজিল্যান্ড আলাদা একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে।
আরও পড়ুন:
» অ্যালকোহল নিয়ে কোন ছাড় নয়, বিশ্বকাপ ইস্যুতে সৌদির বার্তা
» চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাতে দেশ ছাড়বেন শান্তরা
ইতোমধ্যে তিন প্রস্তুতি ম্যাচের জন্য আলাদা তিনটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে পাকিস্তান শাহীনসের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হারিস। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আরেকটি দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হুরায়রা।
১৪ ফেব্রুয়ারি প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান শাহীনস। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর করাচিতে ১৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ১৭ ফেব্রুয়ারি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই দিনে করাচিতে প্রস্তুতি সারবে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম, উসামা মীর, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ ও শাহিবজাদা ফারহান।
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি
