Connect with us
ক্রিকেট

ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে না: আকাশ চোপড়া

india vs pakistan
ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারী মাসে প্রায় দুই যুগ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনো ইভেন্ট পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নাটকীয়তার যেন শেষ হচ্ছেই না। এবার এই নাটকীয়তার মোড় অন্যদিকে ঘুরে গেল। ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে না বললেন বিসিসিআই চেয়ারম্যান আকাশ চোপড়া।

গতকাল (রোববার) পাকিস্তানে মাটিতে ভারত দলকে পাঠাবে না আইসিসিকে সাফ বলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিসি)। দেশটিতে ভারত খেলতে যাওয়ার আপত্তিপত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দিয়েছে আইসিসি। হাইব্রিড মডেলে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু করার প্রস্তাবও দিয়েছে ভারত। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই প্রস্তাব নাকচ করেছেন।

আজ (সোমবার) নিজস্ব ইউটিউব চ্যানেলে বিসিসিআই চেয়ারম্যান আকাশ বলেন,’ হ্যা, এটা একটি আইসিসির ইভেন্ট। সম্প্রচারকরা এই ইভেন্ট অর্থ বিনিয়োগ করবে। তবে আইসিসি ভারতে অংশগ্রহণ নিশ্চিত না করতে পারলে তারা আর বিনিয়োগ করবে না। ফলে আর্থিক পুনর্মূল্যায়ন হবে। ভারত অংশগ্রহণ না করলে অর্থের ব্যাপক পতন হয়।’

এছাড়াও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলার সম্পর্কে আকাশ বলেন, ‘ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় শেষ পিসিবি বোর্ড প্রধান বলেছিলেন, আমরা শত্রুর অঞ্চলে যাচ্ছি। ভবিষ্যতে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়া হবে। তারা পাকিস্তান সফর না করলে ভারতও এর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। কিন্তু নিষেধাজ্ঞাগুলি আর্থিক হবে। আইসিসি কীভাবে ভারতের অর্থ ভারতে যাওয়া বন্ধ করতে পারে। পাকিস্তানের সে ধরনের লিভারেজ নেই, এটাই কঠিন বাস্তবতা।’

ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে না বলে ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ বলেন, ‘ আমি বিশ্বাস করি যে, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে না। এটা পাকিস্তানসহ প্রতিটি দল বোঝে।’

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে রোহিত না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন যিনি

ক্রিফোস্পোর্টস/১১ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট