বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে এসেছে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার সুযোগ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে সাকিব-মিরাজরা। এই ম্যাচে সাকিব আল হাসানের দল জয় পেলে আরও একটি ইতিহাস সৃষ্টি করে হোয়াইটওয়াশ হবেন জস বাটলাররা।
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের বয়স হয়ে গেছে প্রায় দুই দশক। এই দীর্ঘ সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দশক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের। এবার প্রথম সেই সিরিজেই জয় বিশেষ কিছু টাইগারদের জন্য। আর হোয়াইটওয়াশ হলে তা হবে নতুন অধ্যায়।
অপরদিকে ইংলিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেছে তাই নাসুম আহমেদের জায়গায় শেষ ম্যাচে খেলার একটা সুযোগ পেতে পারেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তবে রেজাউর রহমান রাজার অভিষেকের সম্ভাবনা কম।
এছাড়া ব্যাটিং লাইনআপে পরিবর্তনের সুযোগ নেই। পেস বোলিং লাইন আপও একপ্রকার সেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একাদশে নিশ্চিত থাকবেন। হাসান মাহমুদও দুর্দান্ত বোলিং করেছেন। তবে চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করা পেসার এবাদতকে ঝালিয়ে দেখা হবে কিনা সে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/১৩ মার্চ ২৩/এসএ