Connect with us
ক্রিকেট

চান্দিমালের সেঞ্চুরি ও কামিন্দুর রেকর্ডে রান পাহাড়ে শ্রীলঙ্কা

চান্দিমালের সেঞ্চুরি উদযাপন। ছবি -সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিসের হাফসেঞ্চুরির পাশাপাশি দীনেশ চান্দিমালের সেঞ্চুরিতে বিশাল রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। ৯০ ওভারে ৩ উইকেটে ৩০৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

প্রথমি দিনে দীনেশ চান্দিমাল ১১৬ রান করে সাঁজঘরে ফিরলেও ম্যাথিউস ৭৮ এবং কামিন্দু ৫১ রান করে অপরাজিত আছেন। কামিন্দু আজকে হাফসেঞ্চুরির মধ্য দিয়ে গড়ে ফেলেছে এক বিশ্বরেকর্ড। টানা ৮ ইনিংসে অর্ধশতক করার বিরল রেকর্ড গড়লো কামিন্দু। পিছনে ফেলেছেন পাকিস্তানের সাউদ শাকিল কে। যেখানে শাকিলের টানা ৭ টি অর্ধশতক ছিলো। এদিন ব্যাট হাতে ক্যারিয়ারের ১৬ তম এবং গলেতে নিজের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পান দীনেশ চান্দিমাল।

ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের প্রথম ওভারেই পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। টিম সাউথির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। তবে দিমুথ করুনারত্নে এবং চান্দিমাল দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে দলকে বাঁচান।

দলীয় ১২২ রানেই রান আউটে কাটা পড়েন দিমুথ করুণারত্নে। করেন ১০৯ বলে ৪৬ রান। এরপর চান্দিমাল ও ম্যাথুজ গড়েন ৯৭ রানের জুটি। ২০৮ বলে ১৫ চারে ১১৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে মাঠ ছাড়েন দীনেশ চান্দিমাল। এটা তাঁর ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি। এরপর দিনের বাকিটা সময় ক্রিজে ছিলেন আঞ্জেলো ম্যাথিউস এবং কামিন্দু মেন্ডিস।

প্রথম দিন শেষে শ্রীলঙ্কার স্কোর :

শ্রীলঙ্কার ১ম ইনিংস : ৯০ ওভারে ৩ উইকেটে ৩০৬ রান। ( চান্দিমাল ১১৬, করুণারত্নে ৪৬, ম্যাথিউস ৭৮*, কামিন্দু ৫১*)

আরো পড়ুন : আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন সাকিব?

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এসআর

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট