সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রিত বুমরাহ। রোহিত শর্মা এই ম্যাচে খেলছেন না, কারণ তিনি ‘বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত’ নিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন শুভমান গিল, যিনি তিন নম্বরে ব্যাট করবেন।
টসের সময় নেতৃত্বের পরিবর্তনের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি। বুমরাহ শুধু বলেছেন, ‘আমাদের অধিনায়ক তাঁর নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এই ম্যাচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি দলের ঐক্যকে প্রমাণ করে।’
এটি প্রথমবার নয় যে বুমরাহ ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন। এর আগে পার্থে সিরিজের প্রথম টেস্টে রোহিত শর্মার পিতৃত্বকালীন ছুটির সময় তিনি দলকে নেতৃত্ব দেন। সেবার ভারত ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে যায়। তবে মেলবোর্নে চতুর্থ টেস্টে ভারতের পরাজয়ের পর থেকে রোহিতের ফর্ম এবং ভবিষ্যত নিয়ে জোর আলোচনা শুরু হয়। ওই ম্যাচে রোহিত দুই ইনিংসে মাত্র ৩ এবং ৯ রান করেন।
রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। এই সিরিজে তিনি পাঁচ ইনিংসে মাত্র ৬.২ গড় করেছেন, যা একজন ব্যাটারের জন্য অত্যন্ত হতাশাজনক। মেলবোর্ন টেস্টের আগে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব ছড়ায় যে রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন।
পঞ্চম টেস্টের আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীরও নিশ্চিত করেননি যে রোহিত খেলবেন কি না। তিনি শুধু বলেছিলেন যে পিচ দেখে একাদশ নির্ধারণ করা হবে।শুধু এই সিরিজ নয়, সাম্প্রতিক কয়েক মাসে টেস্টে রোহিতের ফর্ম হতাশাজনক ছিল। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি গড়ে মাত্র ১৩.৩০ রান করেন।
তবে, ২০২৪ সালটি রোহিতের জন্য শুধুই হতাশার ছিল না। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তিনি দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটি করেন। এছাড়া, জুন মাসে ভারতকে নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। ওই টুর্নামেন্টের পর তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন। তবে টেস্টে তাঁর ফর্মের পতন সেপ্টেম্বর থেকে শুরু হয়।
আরও পড়ুন:
» বিপিএল ও রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (৩ জানুয়ারি ২৫)
» লিভারপুল তারকাকে দলে টানতে জোর প্রচেষ্টা রিয়ালের
রোহিত শর্মা যদি সিডনিতে এই টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে তাঁর ক্যারিয়ারকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম অংশে, ২০১৩ সালে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ইনিংসে সেঞ্চুরি করে তিনি নিজের প্রতিভার ঝলক দেখান। তবে মিডল অর্ডারে ধারাবাহিক হতে না পারায় তাঁকে দলে জায়গা ধরে রাখতে লড়াই করতে হয়।
দ্বিতীয় অংশে,২০১৯ সালে টেস্ট ক্রিকেটে তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হয়। ওপেনার হিসেবে প্রমোশন পাওয়ার পর রোহিত নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটান। ওপেনার হিসেবে ৪২.৮০ গড় এবং ৯টি সেঞ্চুরি করে তিনি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হন।
২০২২ সালে বিরাট কোহলির পর তিনি টেস্ট দলের নেতৃত্বভার গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভালো ছিল। তিনি ২৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন, যেখানে দলের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং তরুণদের এগিয়ে আনতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।রোহিত শর্মার বিশ্রাম নিয়ে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি তাঁর জন্য নিজের ক্যারিয়ার নিয়ে ভাবার সুযোগ। আবার কেউ মনে করছেন, এটি আসলে তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সূচনা।
এদিকে কোটি ভারতীয় তোর চোখ এখন সিডনিতে। কাপ্তানের সাথে সাথে যেন ম্যাচের ফলটা পরিবর্তিত হয় ভারতের পক্ষে যায় সেই আশাই করছেন তারা। রিপোর্টটি যখন লিখা হচ্ছে তখন টস জিতে ভারতের সংগ্রহ ১৮ ওভার শেষে ২ উইকেটে ৪৭ রান।দেখা যাক কি করতে পারেন বুমরাহ, সিরাজ, কোহলি, জাসওয়ালরা।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/আইআর/এফএএস