প্রথম ম্যাচে ক্লিন বোল্ড আউট, দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারে স্কয়ারলেগে ফ্লিক করতে গিয়ে ওয়েলালাগের হাতে ধরা। দুবারই লঙ্কান পেসার দিলশান মাদুসানকার শিকার টাইগার ওপেনার লিটন কুমার দাস। লিটনকে নিয়ে পড়াশোনা করেই যেন মাঠে নেমেছেন লঙ্কান এই বোলার। এই সিরিজে লিটনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এই পেসারের মোট ৩টি বল খেলেছেন লিটন, যার দুটিতেই আউট।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই লিটন ছিলেন নিস্প্রভ, একবারও হাসেনি তার ব্যাট। উল্টো দুবারই রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে গেছেন টাইগারদের এই উইকেট রক্ষক ব্যাটার।
সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গেলে, অনেকটা অনুমান করা যাচ্ছিল, সামনের ম্যাচের লিটনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। সিরিজ রক্ষার মিশনে এই ব্যাটারকে স্কোয়াড থেকে ছেটে ফেলেছে বোর্ড।
শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করা নতুন স্কোয়াডে জায়গা হারিয়েছেন লিটন দাস। তার স্থলাভিষিক্ত হয়ে দলে ডাক পেয়েছেন গত টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো তরুণ তুর্কি জাকের আলি অনিক।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে যারা আছেন :
ব্যাটার :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক।
অলরাউন্ডার :
মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
বোলার :
রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
উইকেট কিপার :
মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, জাকের আলী অনিক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেট কিপার), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
সিরিজ জয়ের মিশনে টাইগারদের শক্তিশালী একাদশ গড়তে দলে অন্তত দুটি পরিবর্তন হতে পারে। লিটন বাদ পড়ায় দলে জায়গা পাওয়া উইকেট কিপার ব্যাটার জাকের আলী একাদশে ঠাই পেতে পারেন। প্রথম টি-টোয়েন্টিতে ২০০ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে শুরুতেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। শেষ ওয়ানডেতে অভিষেক হতে পারে এই ব্যাটারের।
এছাড়া একাদশ থেকে বাদ পড়তে পারেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ওয়ানডেতে ৮ ওভার বল করে ৬.৮ গড়ে ৫৪ রান দিয়েছেন, পাননি কোনো উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১টি উইকেট পেলেও গড় ৮.৬ করে ৫ ওভারে দিয়েছেন ৪৩ রান। তাই তার জায়গায় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনে ভরসা রাখতে পারেন নির্বাচকরা। সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে একটি হাফ-সেঞ্চুরিসহ ৩ উইকেট শিকার করেছেন রিশাদ।
অপরদিকে ওয়ানডে সিরিজে উড়তে থাকা পেসারদের শিবিরে মুস্তাফিজুর রহমানের ঠাই পাওয়ার সম্ভাবনা অনেক কম।
আগামী ১৮ মার্চ বেলা ১০টায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সাগরিকার পাড়ে ১-১ সমতা নিয়ে শান্ত-মেন্ডিস বাহিনী অলিখিত ফাইনালে মুখোমুখি হবে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে চূড়ান্ত ম্যাচসূচি
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এসএ