প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকার পর দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় আর্ধে নিজেদের তৃতীয় গোল করে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা। তবে ম্যাচের যোগ করার সময়ে জোড়া গোল করে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়ানো ইউনাইটেডের মুখের জয় ছিনিয়ে নিয়েছে চেলসি।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ডে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল চেলসি। এদিন চেলসিকে জেতাতে শেষ মুহূর্তে যোগ করার সময়ে জোড়া গোলসহ হ্যাটট্রিক করেছেন দলের ইংলিশ ফুটবলার কোল পালমার। এর আগে ম্যানইউকে ম্যাচে ফিরিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার আলেজান্দ্রো গারনাচো।
এদিনের ম্যাচটা ছিল চোখে লেগে থাকার মত। ম্যাচের প্রতিটা পারদে পারদে ছড়িয়েছিল রোমাঞ্চ। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত বোঝা দায় ছিল শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে চেলসি। অবশ্য ম্যাচের প্রথম ২০ মিনিটে দুই গোলে এগিয়ে থাকায় চেলসির জয় অনেকটা অনুমেয় ছিল। তবে মাঝে ঘটে গেছে নানা নাটক।
স্ট্যামফোর্ডে ম্যাচের মাত্র ৪ মিনিটে কনোর গাল্লাঘেরের দারুন গোলে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। সতীর্থের কাটব্যাক থেকে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের জোরালো সাথে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফুটবলার। এরপর ম্যাচের ১৯ মিনিটে প্রতিপক্ষের বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। কোন প্রকার ভুল না করে গোল ব্যবধান দ্বিগুণ করেন কোল পালমার।
অবশ্য পালটা আক্রমণে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ম্যাচের ৩৪ মিনিটে গারনাচো বল নিয়ে একাই ঢুকে যান প্রতিপক্ষের বক্সের মধ্যে। তার সঙ্গে লেগে থাকা রক্ষণের ফুটবলারকে পেছনে ফেলে দারুন ফিনিশিংয়ে দলের প্রথম গোল করেন তিনি। এর পাঁচ মিনিট বাদেই সতীর্থের দারুন এক বাড়ানো বল বক্সে পেয়ে হেডে গোল করেন পর্তুগিজ ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ।
এতে করে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচে দারুন সব আক্রমণ চোখে পড়ে। গোলরক্ষকরাও অসাধারণ কিছু সেভ দিয়ে নিজেদের দুর্গ সুরক্ষিত রাখেন। এদিকে প্রথমার্ধে পিছিয়ে পড়া রেড ডেভিলসরা ম্যাচের ৬৭ মিনিটে এসে পেয়ে যায় লিড। সতীর্থের বাড়ানো লম্বা ক্রস গোলকিপারের হাতের কাছ থেকে মাথা ছুঁয়িয়ে জালে জড়ান বল।
এতে এগিয়ে থেকে জয়ের পথে হাঁটতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে যোগ করা সময়ে গিয়ে ফের জন্মায় নাটকীয়তার। যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের বক্সের মধ্যে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন পালমার। এতে যোগ করার সময় দশম মিনিটে গিয়ে ম্যাচে সমতা পায় চেলসি।
তবে তখনও শেষ হয়নি নাটকীয়তার। পরের মিনিটেই আরো একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পালমার। পাশাপাশি এই ইংলিশ ফুটবলার নিশ্চিত করেন চেলসির জয়। এই জয়ের ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার দশম অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। এদিকে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।
আরও পড়ুন: বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এফএএস