গেল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে কোনো রকম পাত্তাই দেয়নি লিভারপুল। ৪-১ গোলের বড় ব্যবধানে প্রতিপক্ষকে রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছে ইংলিশ জায়ান্টরা। কিছু দিন আগে লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই এই মৌসুম ক্লপের কাছে স্মরণীয় করে রাখতেই হয়তো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন লিভারপুলের ফুটবলাররা।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টেবিল টপার লিভারপুলের মুখোমুখি হয় চেলসি। প্রথমার্ধেই চেলসির জালে লিভারপুল বল জড়িয়েছিল দুবার। সেই সংখ্যা বাড়তে পারতো যোগ করা সময়ে দারউইন নুনিয়েজ পেনাল্টি মিস না করলে। দ্বিতীয় আর্ধের আরও দুবার চেলসির জাল কাপিয়েছে ইংলিশ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে এগোতে থাকে ম্যাচ। লিভারপুলের কিছু আক্রমণ রুখে যায় গোলপোস্টে, দুর্দান্ত একটি শটও সেভ করেন চেলসির গোলরক্ষক। তবে ২৩তম মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের ডেডলক ভাঙ্গেন দিয়াগো জোতা। কনোর ব্রাডলির বাড়ানো বল জালে জড়ান তিনি।
গোল করানোর পাশাপাশি প্রথমার্ধে গোল পেয়েছেন ব্র্যাডলি নিজেও। ম্যাচের ৩৯ মিনিটে লিভারপুলের হয়ে প্রথমবার গোল করেছেন এই আইরিশ রাইটব্যাক। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। তবে দারউইন নুনিয়েজের নেয়া শট প্রতিহত হয় গোল পোস্টের ওপর বাধা পেয়ে। এই ম্যাচে তার চারটি শট পোস্টে লেগে প্রতিহত হয়েছে।
দ্বিতীয় আর্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে চেলসি। তবে ম্যাচের ৬৫ মিনিটে আবারো চেলসির জাল কাঁপিয়ে দেয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই গোলেও জড়িয়েছিল ব্র্যাডলির নাম। তার করা নিখুঁত মাইনাস ডি বক্সের মধ্যে পেয়ে দারুন হেডে লক্ষ্যভেদ করেন দমিনিক সোবোসলাই। এর ৬ মিনিট বাদেই এনকুনুর গোল থেকে ব্যবধান কমায় চেলসি।
তখনো ম্যাচে ফেরার পুরনো চেষ্টা চালিয়ে যায় চেলসির ফুটবলাররা। তবে ম্যাচের ৭৯ মিনিটে চেলসির জালে এক হালি গোল জুড়িয়ে শেষ পেরেক ঢুকে দেন লুইস দিয়াজ। ম্যাচে আর ঘুরে দাঁড়াতে না পেরে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দশম অবস্থানে চেলসি।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৪/এফএএস