আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসর। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কোহলি-ডু প্লেসির তারকায় ঠাসা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আসরে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একমাত্র মুস্তাফিজুর রহমানই সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে চেন্নাইয়ে যোগ দেয়া বাঁ হাতি কাটার মাস্টারকে আজ চেন্নাই একাদশেও দেখা যাওয়ার জোর গুঞ্জন রয়েছে। কেননা তাদের একাদশের নিয়মিত বোলার শ্রীলঙ্কান মাথিশা পাথিরানা ইনজুরিতে পড়ায় আগামী কয়েক ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাই মুস্তাফিজের আজ মাঠে নামার সম্ভাবনা অনেক বেশি। তাকে ভিত্তি মূল্য ২ কোটি রুপি দিয়েই দলে ভিড়িয়েছিল ধোনির চেন্নাই।
এর মধ্যেই গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ করে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসেন ফ্র্যাঞ্চাইজিটিকে মোট পাঁচ বার শিরোপা জেতানো মহেন্দ্র সিং ধোনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ধোনি কাপ্তান হিসেবে না থাকলেও নতুন দলপতিকে প্রয়োজনে অবশ্যই দিক নির্দেশনা দিয়ে সহায়তা করবেন।
চেন্নাইকে গত আসরে শিরোপা জেতানোর মধ্য দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন করার রেকর্ড গড়েন ধোনি। সাথে রোহিতের সঙ্গে অধিনায়ক হিসেবে পাঁচ বার দলের কাপ্তান হিসেবে সর্বোচ্চ বার জেতার কীর্তি গড়েছেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়কের।
অপরদিকে কয়েক বছর ধরে বেঙ্গালুরুর অধিনায়কত্ব পালন করে আসা বিরাট কোহলি গত আসরের মত এবারেও দলপতির ভূমিকায় থাকছেন না। দলকে সামনে থেকে নেতৃত্বের ভার পড়েছে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির কাঁধে।
মূলত, প্রতিবারই তারকা খচিত দল বানালেও আইপিএল শিরোপাটা এখনও অধরাই থেকে গেছে বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। এর আগে মোট তিন বার কোহলির নেতৃত্বে আসরটির ফাইনাল খেলেছে আরসিবি। কিন্তু এখনো শিরোপা ঘরে তুলতে পারেনি ভারতের দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসবে ভারত
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমএস/এমটি