আজ থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটাও দারুণ হয়েছে টাইগারদের জন্য। বাংলাদেশের এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর তার বোলিংয়ে মুগ্ধ হয়ে প্রশংসা জানাতে ভোলেনি তার আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।
এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন দুর্দান্ত মুস্তাফিজ। ২১ রানে প্রথম উইকেট হারানোর পর পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। এই জুটি ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিল। তবে পাওয়ার শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই কামিন্দু মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ।
ইনিংসের নবম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে আসেন ফিজ। এ ওভারে তার দ্বিতীয় শিকার ভয়ংকর হয়ে ওঠা পাথুম নিশাঙ্কা। ২৮ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ওপেনার। এরপর ইনিংসের ১৯তম ওভারে আরো একটি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।
সবমিলিয়ে ৪ ওভারে ৪.২৫ ইকোনমিতে মাত্র ১৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ চেন্নাইও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে চেন্নাই লিখেছে, ‘আমাদের চোখের শান্তি’। অর্থাৎ মুস্তাফিজের এমন বোলিং পারফরম্যান্স তাদের কাছে খুবই আনন্দদায়ক এবং অসাধারণ লেগেছে।
এদিন মুস্তাফিজসহ অন্যান্য বোলারদের কল্যাণে ২০ ওভারে কেবল ১২৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। পরবর্তীতে ব্যাটারদের কল্যাণে ২উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। আগামী ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
আরও পড়ুন: সাফের ড্র অনুষ্ঠিত, প্রতিপক্ষ হিসেবে যাদের পেল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/বিটি