আইপিএলে টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ের ধারায় ফিরলো চেন্নাই সুপার কিংস। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। এতে করে আসরে খেলা ৯ ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে উঠে আসলো মুস্তাফিজের চেন্নাই।
আজ রোববার (২৮ এপ্রিল) চিপকের মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নামে চেন্নাই। এদিন শুরু থেকে ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের স্কোরবোর্ডে জমা হয় ২১২ রান। একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন চেন্নাইয়ের কাপ্তান রুতুরাজ। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
এদিন বড় রান ডিফেন্ড করার পথে ২.৫ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এতে করে আইপিএলের সেরা বোলারের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। শীর্ষে থাকা জসপ্রীত বুমরাহর সমান ১৪ উইকেট এখন ফিজের ঝুলিতে।
চেন্নাইয়ের হয়ে আগে ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে ৯৮ রান করেন অধিনায়ক রুতুরাজ। এদিন তাকে দারুন সঙ্গ দিয়েছেন ডরিয়াল মিচেল। তাদের মধ্যকার শত রানের জুটি ভাঙ্গে মিচেল ৩২ বলে ৫২ রান করে আউট হলে। শেষ দিকে শিভাম দুবে খেলেন ২০ বলে ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস।
নির্ধারিত ২০ ওভার শেষে হায়দরাবাদকে ২১৩ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় চেন্নাই। এদিন রান তাড়া করতে নেমে হায়দরাবাদের হয়ে তেমন কেউ উল্লেখযোগ্য কোন স্কোর করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৩২ রান করে এইডেন মার্করাম। ১৯ তম ওভারে মুস্তাফিজের হাতে নিজেদের শেষ দুই উইকেট বিলিয়ে দিয়ে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।
টুর্নামেন্টের টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিল কিছুটা হোচট খেয়েছে হায়দরাবাদ। এদিকে জয়ের ধারায় ফিরে বড় লাফ দিয়েছে চেন্নাই। নিজেদের খেলা নয় ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ধোনি-মুস্তাফিজরা। ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরের রাজস্থান। এরপর দুই নম্বরে থাকা কলকাতা থেকে শুরু করে ৬ নম্বর পর্যন্ত সকল দলের পয়েন্ট সমান ১০।
আরও পড়ুন: মুস্তাফিজকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এফএএস