Connect with us
ক্রিকেট

দিল্লির মাঠে নামছে চেন্নাই, একাদশে থাকবেন মুস্তাফিজ?

mustafizur rahman ipl 2024
টানা দুই ম্যাচ জিতে উড়ন্ত ফর্মে চেন্নাই সুপার কিংস। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরো তম আসরে টানা দুই ম্যাচ জিতে উড়ন্ত ফর্মে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতে এই মুহূর্তে টেবিল টপার মুস্তাফিজের দল। আসরে প্রথমবারের মত আজ প্রতিপক্ষের মাঠে খেলতে নামছে আসরের সফলতম দলটি।

রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তমে বাংলাদেশ সময় রাত ৮ টায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে সিএসকে।

অপরদিকে চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছে চেন্নাইয়ের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তবে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ২ উইকেট নেওয়ার পরও দিল্লির বিপক্ষে কাটার মাস্টারকে খেলানো নিয়ে কিছুটা শঙ্কার প্রশ্ন রয়েছে।

কেননা চেন্নাইকে গত আসরে চ্যাম্পিয়ন করতে অন্যতম বড় ভূমিকা ছিল লঙ্কান পেসার মাথিশা পাথিরানার। ইনজুরি থেকে ইতোমধ্যেই দলে ফিরেছেন চেন্নাইয়ের পেস বোলিং ইউনিটের এই মূল অস্ত্র। তাই আজকের ম্যাচে কাকে খেলানো হতে পারে তা নিয়েই প্রশ্ন জেগেছে।

আরও পড়ুন : 

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ ভারতের সম্মুখীন হবে শ্রীলঙ্কা

দশ জনের পালমাসকে ১ গোলে হারিয়ে সন্তুষ্ট নন জাভি

আইপিএলে মুস্তাফিজদের ম্যাচসহ আজকের খেলা (৩১ মার্চ ২৪)

আইপিএলে আলোচিত কোয়েনা মাফাকা, কে এই ক্রিকেটার?

লিভারপুল কিংবা বায়ার্ন নয়, লেভারকুসেনেই থাকছেন জাবি আলোনসো

আর আইপিএলে মুস্তাফিজকে চেন্নাইয়ের দলে ভেড়ানোর অন্যতম কারণ ছিল চিদাম্বরম এর বড় বাউন্ডারি এবং স্লো উইকেট। সেখানে মুস্তাফিজের বোলিংয়ে গতির বৈচিত্র ও কাটারের কারণে সে অনেক কার্যকরীও হয়েছে।

কিন্তু দিল্লির উইকেট চেন্নাইয়ের থেকে ভিন্ন। সেখানে ঘাস থাকবে বেশি ফলে পেসারদের বলে সুইং ও বেশি হবে সঙ্গে রাতে শিশির পড়ার বিষয়টি তে থাকছেই। আর আইপিএলে যেহেতু ভেন্যু এবং প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজানোর অনেক নজির রয়েছে তাই আজ কাটার মাস্টারকে একাদশের বাইরে পাওয়ার কিছুটা সম্ভাবনা থেকেই যায়।

সঙ্গে দিল্লি ক্যাপিটালসের একাদশে আজ চার জন বাঁ হাতি ব্যাটারকে দেখা যেতে পারে। তাই চেন্নাই একাদশে একজন পেসারকে বসিয়ে মঈন আলীর খেলার জোড় সম্ভাবনা রয়েছে। তবে যদি পারফরম্যান্সের হিসাব করা হয় তাহলে মুস্তাফিজের আজ খেলার সম্ভাবনাই বেশি।

এবার দেখার পালা, টানা তিন ম্যাচে দ্য ফিজ খেলার সুযোগ পান কিনা। তাহলে হয়তো আসরের পার্পেল ক্যাপটাও তার কাছেই রেখে দেওয়ার প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন।

আরও পড়ুন:

শান্তর সেই রিভিউ নিয়ে ‘মিম’ বানাল কলকাতা পুলিশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টসহ আজকের খেলা (৩০ মার্চ ২৪)

নিউজিল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন

আইপিএলের জমজমাট ম্যাচসহ আজকের খেলা (২৯ মার্চ ২৪)

দিল্লিকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিল রাজস্থান

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট