আইপিএলের ৫৯তম ম্যাচে শুক্রবার (১০ মে) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাট টাইটান্স। এই ম্যাচে গুজরাটের কাছে ৩৫ রানে হেরে প্লে-অফের দৌড়ে বড় ধাক্কা খেল ধোনি-রুতুরাজদের চেন্নাই।
গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদে শুরুতে টস জিতে শুবমান গিলদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই দলপতি রুতুরাজ গায়কোয়াড়।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৩১ রান সংগ্রহ করে গুজরাট। এদিন দলের হয়ে সেঞ্চুরির দেখা পান দুই ওপেনার বি সাই সুদর্শন ও শুবমান গিল। সাই ৫১ বলে ১০৩ এবং শুবমান ৫৫ বলে ১০৪ রান করেন। এছাড়া ১৬ রান করেন ডেভিড মিলার।
চেন্নাইয়ের হয়ে চার ওভারে ৩৩ রান খরচায় ২টি উইকেট শিকার করেন তুষার দেশপান্ডে।
জবাবে ২০ ওভারে খেলে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলতে সক্ষম হয়ে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। ৩৪ বলে ৬৩ রান করেন এই কিউই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে মঈন আলির ব্যাট থেকে।
এছাড়া শিবম দুবে ২১, রবিন্দ্র জাদেজা ১৮ এবং শেষদিকে এমএস ধোনি ১১ বলে ২৬ রান করেন।
গুজরাটের হয়ে চার ওভারে ৩১ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন মোহিত শর্মা। এছাড়া রশিদ খান ২টি উইকেট শিকার করেন।
এই হারে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে দলটি। তবে সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ ও ছয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। তাই প্লে-অফের সমীকরণ কিছুটা কঠিন হয়েছে চেন্নাইয়ের জন্য।
এদিকে পাঁচ জয় নিয়ে দুই ধাপ উপরে তালিকার আটে উঠে এসেছে গুজরাট টাইটান্স।
আরও পড়ুন: ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন তথ্য
ক্রিফোস্পোর্টস/১১মে২৪/বিটি