আইপিএলের এবারের আসরে টানা দুই জয়ে উড়তে থাকা চেন্নাই সুপার কিংস এবার হারলো দিল্লির কাছে। ক্যাপিটালসদের ছুড়ে দেওয়া রান পাহাড়ের সামনে আত্মসমর্পন করেছে মহেন্দ্র সিং ধোনিরা। ১৯২ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে ১৭১ রানে থামে বর্তমান চ্যাম্পিয়নদের রানের চাকা। এতে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নাররা।
আসরে এটি দিল্লির প্রথম জয়। আগের দুই ম্যাচে হারের পর আসরে প্রথম জয়ের স্বাদ পেল ক্যাপিটালস।
রোববার রাতে ঘরের মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হয় দিল্লির। এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ধোনি শিবিরের বোলারদের এক প্রকার শাসন করেন ওয়ার্নার-পৃথ্বী শরা। মুস্তাফিজদের নাস্তানাবুদ করে রেখেছিলেন দিল্লির এই দুই ওপেনার। তবে ওয়ার্নার মুস্তাফিজের শিকার হয়ে ফিরে গেলেও বাকি ব্যাটাররা তাণ্ডব চালান।
তবে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার পাল্টা গতির ঝড়ে দিল্লির টর্নেডো কিছুটা থামানো গেলেও রান থামে দুইশ ছুঁই ছুঁই হয়ে। ১৯২ রানের লক্ষ্য সামনে নিয়ে ওপেনারদের ব্যর্থতায় শুরুতে হোঁচট খায় চেন্নাই। তবে রাহানে ধোনির ব্যাট থেকে রান এলেও দলের জয়ের পূঁজি হয়নি। শেষ পর্যন্ত ২০ রানের আক্ষেপে মাঠ ছাড়ে ধোনিরা।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস : ১৯১/৫ (২০)
চেন্নাই সুপার কিংস : ১৭১/৬ (২০)
ফলাফল : ২০ রানে জয় পেল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর আজম
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এসএ